ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) |
---|
এর একটি ধারাবাহিক অংশ |
![]() |
ইসলামিক স্টাডিজ |
হিরাবাহ বা হিরাবা (আরবি: حرابة) হল একটি আরবি শব্দ, যার অর্থ ডাকাতি, অনৈতিক যুদ্ধ। হিরাবা শব্দটি আরবি ধাতুমূল হারব থেকে এসেছে, যার অর্থ হল রাগান্বিত ও ক্রুদ্ধ হওয়া। হারব (حَرْب, বহুবচন হুরুব حُروب) একটি বিশেষ্যবাচক শব্দ, যার অর্থ হল যুদ্ধ ব্য যুদ্ধসমূহ।[১] ইসলামী আইনে, হিরাবাহ হল একটি আইনগত শ্রেণিবিভাগ যাতে অন্তর্ভুক্ত রয়েছে রাজপথে ডাকাতি (যাকে প্রচলিত ভাষায় সহিংস ডাকাতি বা অপহরণ হিসেবে বোঝানো হয়, চুরি নয়, চুরির শাস্তি এর থেকে আলাদা), ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রম।[২]
মোহারেবেহ বা মুহারাবাহ (বা মুহারেবেহ) হল একটি আরবি পরিভাষা যাকে আরবি অভিধানে প্রায়সময় হিরাবাহ শব্দটির পরিবর্তে ব্যবহার করা হয়।[৩] সম্পর্কিত পরিভাষা মুহারিব (محارب) (মুহারাবাহর অপরাধে অপরাধী) শব্দটিকে ইরানের ইংরেজি গণমাধ্যমগুলোতে "এনিমি অফ গড" বা আল্লাহর শত্রু হিসেবে অনুবাদ করা হয়।[৪][৫][৬] ইংরেজি ভাষার গণমাধ্যমগুলোতে ইরানের মুহারাবাহকে বিভিন্নভাবে অনুবাদ করা হয়, যথা "waging war against God" বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া,[৭] "war against God and the state" বা আল্লাহ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ,[৮] "enmity against God" বা আল্লাহর বিরুদ্ধে শত্রুতা।[৫][৯] ইরানে এটি একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।
<ref>
ট্যাগ বৈধ নয়; jav
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি