হিরো | |
---|---|
![]() প্রেক্ষাগৃহের পোস্টার | |
পরিচালক | সুভাষ ঘাই |
প্রযোজক | সুভাষ ঘাই |
রচয়িতা | মুক্তা ঘাই সুভাষ ঘাই রাম কেলকার |
শ্রেষ্ঠাংশে | জ্যাকি শ্রফ মীনাক্ষী শেষাদ্রি শাম্মী কাপুর সঞ্জীব কুমার শক্তি কাপুর মদন পুরী অমরেশ পুরী |
সুরকার | লক্ষ্মীকান্ত-পিয়ারেলাল |
চিত্রগ্রাহক | কমলকর রাও |
সম্পাদক | ওয়ামান ভোসলে গুরুদত্ত শিরালী |
পরিবেশক | মুক্তা আর্টস লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ৩ কোটি |
আয় | ₹ ১৭ কোটি[১] |
হিরো হচ্ছে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি চলচ্চিত্র যেটি সুভাষ ঘাই পরিচালনা করেন। জ্যাকি শ্রফ চলচ্চিত্রটিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। ১৯৮১ সালের 'মিস ইন্ডিয়া' খেতাবপ্রাপ্ত মীনাক্ষী শেষাদ্রি চলচ্চিত্রটিতে অভিনয় করে পরিচিতি পেয়ে যান।
হিরো তেলুগু ভাষায় পুনর্নির্মিত হয়েছিলো 'বিক্রম' (১৯৮৬) নামে যেখানে জ্যাকির ভূমিকায় আক্কিনেনি নাগার্জুনা অভিনয় করেন, ১৯৮৮ সালে কন্নড় ভাষায় 'রানাধীরা' নামের একটি অনুরূপ চলচ্চিত্র বের হয়েছিলো। ২০১৫ সালে হিরোর নতুন করে হিন্দি পুনর্নির্মাণ বের হয় যেটা নিখিল আডবাণী পরিচালনা করেন।[২]