হীরা পান্না | |
---|---|
পরিচালক | দেব আনন্দ |
প্রযোজক | দেব আনন্দ |
রচয়িতা | দেব আনন্দ সুরাজ সানিম |
শ্রেষ্ঠাংশে | দেব আনন্দ জিনাত আমান রাখী জীবন এ কে হাঙ্গাল |
সুরকার | রাহুল দেব বর্মণ |
চিত্রগ্রাহক | ফলি মিস্ত্রি |
সম্পাদক | বাবু শেখ |
পরিবেশক | নবকেতন ইন্টারন্যাশনাল ফিল্মস ইরোস এন্টারটেইনমেন্ট |
মুক্তি | ৫ জানুয়ারি ১৯৭৩ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
হীরা পান্না (হিন্দি: हीरा पन्ना) হচ্ছে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটির লেখক, প্রযোজক এবং পরিচালক ছিলেন দেব আনন্দ, এই চলচ্চিত্রে ছিলেন দেব আনন্দ, জিনাত আমান, রাখী, রহমান, জীবন, এ কে হাঙ্গাল, প্যানতাল এবং ধীরাজ কুমার। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনায় ছিলেন রাহুল দেব বর্মণ।[৩]
হীরা (দেব আনন্দ) এর জীবনে দুটি গুরুত্বপূর্ণ জিনিসের একটি হচ্ছে আলোকচিত্র গ্রহণ এবং এয়ার-হোস্টেস রীমা (রাখী) এর জন্য তার ভালোবাসা। রীমা একটি বিমান দূর্ঘটনায় মারা গেলে হীরা তার আলোকচিত্র শখ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে তবে তাকে ভুলতে পারেনা। একদা রাজা সাব (রহমান) নামের এক ধনাঢ্য ব্যক্তির একটি অনুষ্ঠানে হীরা ছবি তুলছিলো, ঐ অনুষ্ঠানে একটি ডায়মন্ড চুরী হয় পান্না (জিনাত আমান) দ্বারা, সে ওটা চুরি করে হীরার গাড়িতে লুকিয়ে রাখে। যখন হীরা জানতে পারে চুরির ব্যাপারে এবং সেই ডায়মন্ডটি তার কাছেই আছে তখন সে পান্নাকে পুলিশে ধরিয়ে দিতে চায় কিন্তু সে আবার জানতে পারে পান্না হচ্ছে তার মৃত প্রেমিকা রীমার ছোটো বোন।
গানের শিরোনাম | গায়ক-গায়িকাগণ | সময় |
---|---|---|
"পান্না কি তামান্না হে" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর | ৫ঃ৪৯ |
"বহত দূর মুঝে চালে জানা হে" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর | ৪ঃ৪১ |
"এক প্যাহেলী হে তু" | কিশোর কুমার, আশা ভোঁসলে | ৪ঃ৩৩ |
"ম্যাঁ তাসভীর উতারতা হুঁ" | কিশোর কুমার | ৫ঃ২৫ |