হীরের আংটি | |
---|---|
![]() ডিভিডি কভার | |
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
চিত্রনাট্যকার | ঋতুপর্ণ ঘোষ |
শ্রেষ্ঠাংশে | মুনমুন সেন বসন্ত চৌধুরী অয়ন বন্দ্যোপাধ্যায় বরুন চন্দ্র দুলাল লাহিড়ী |
সুরকার | সৌমিক মিত্র |
চিত্রগ্রাহক | গিরিশ পড়িয়ার |
সম্পাদক | উজ্জল নন্দী |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
হীরের আংটি ১৯৯২ সালের একটি বাংলা ভারতীয় চলচ্চিত্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একই নামের একটি গল্প অবলম্বনে পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুনমুন সেন এবং বসন্ত চৌধুরী।[১][২]
গন্ধর্ব কুমারের আগমন রতনলাল বাবুর বাড়িতে দুর্গাপূজার উৎসবের মেজাজকে ব্যাহত করে। গন্ধর্ব তার জাদুকরী কৌশলে রতনলালের নাতি-নাতনি হাবুল এবং তিন্নিকে মোহিত করে। তারপরে তিনি একটি দীর্ঘ ভুলে যাওয়া গোপন কথা প্রকাশ করেন যেখানে তিনি রতনলালের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী বলে দাবি করেন। এটি পুরো পরিবারকে হতবাক করে এবং নাটকীয় ঘটনার পর একটি বিষাদ সৃষ্টি করে। প্রকাশ পায় গন্ধর্ব নকল। গন্ধর্ব কুমারের জন্য ম্যাজিক ট্রিক কাজ করুক বা না করুক সেটাই ক্লাইম্যাক্স তৈরি করে।
![]() |
বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |