হুগো থিউরেল | |
---|---|
![]() হুগো থিউরেল | |
জন্ম | |
মৃত্যু | ১৫ আগস্ট ১৯৮২ | (বয়স ৭৯)
জাতীয়তা | সুইডিশ |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৫) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জৈবরসায়ন |
অ্যালেক্স হুগো থিউডর থিউরেল এফএমআরএস[১] (৬ জুলাই ১৯০৪ – ১৫ আগস্ট ১৯৮২) ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী এবং ১৯৫৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভকারী।
হুগো থিউরেল ১৯০৪ সালের ৬ জুলাই সুইডেনের লিংকোপিংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম থুরে থিউরেল এবং মাতা আরমিদা বিল।
থিউরেল লিংকোপিং-এর ক্যাটেরালসকোলানের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯২১ সালের ২৩ মে উত্তীর্ণ হন। ১৯২১ সালের সেপ্টেম্বরে তিনি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে মেডিসিন বিষয়ে অধ্যয়ন শুরু করেন এবং ১৯২৪ সালে তিনি মেডিসিনে স্নাতক হন। এরপর তিনি প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটে প্রফেসর অ্যালবার্ট ক্যালমেটের অধীনে ব্যাকটেরিয়াবিদ্যা অধ্যয়ন করতে তিন মাস অতিবাহিত করেন। ১৯৩০ সালে তিনি রক্তের প্লাজমার লিপিডের উপর একটি তত্ত্বের জন্য এমডি ডিগ্রি অর্জন করেন এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে শারীরবৃত্তীয় রসায়ন বিষয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন।