ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হুয়ান কার্লোস গাউতো | ||
জন্ম | ২ জুন ২০০৪ | ||
জন্ম স্থান | পেরিতো মোরেনো, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | উরাকান | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:২০, ২৬ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
হুয়ান কার্লোস গাউতো (স্পেনীয়: Juan Gauto, স্পেনীয় উচ্চারণ: [xwˈan ɡˈa͡ʊto]; জন্ম: ২ জুন ২০০৪; হুয়ান গাউতো নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব উরাকান এবং আর্জেন্টিনা জাতীয় অনূর্ধ্ব-২০ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, গাউতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
হুয়ান কার্লোস গাউতো ২০০৪ সালের ২রা জুন তারিখে আর্জেন্টিনার পেরিতো মোরেনোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গাউতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ৭ই আগস্ট তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]
গাউতো নিজের দেশে অনুষ্ঠিত ২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য ২০২৩ সালের ৩রা মে তারিখে হাভিয়ের মাসচেরানো দ্বারা ঘোষিত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ২১ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[২][৩][৪][৫]