হুয়ান সেবাস্তিয়ান ভেরন

হুয়ান সেবাস্তিয়ান ভেরন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান সেবাস্তিয়ান ভেরন
জন্ম (1975-03-09) ৯ মার্চ ১৯৭৫ (বয়স ৪৯)
জন্ম স্থান লা প্লাতা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
১৯৯৩–১৯৯৪ এস্তুদিয়ান্তেস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৪–১৯৯৬ এস্তুদিয়ান্তেস ৬০ (৭)
১৯৯৬ বোকা জুনিয়র্স ১৭ (৪)
১৯৯৬–১৯৯৮ সাম্পদোরিয়া ৬১ (৭)
১৯৯৮–১৯৯৯ প্রামা ২৬ (১)
১৯৯৯–২০০১ লাজিও ৫৩ (১১)
২০০১–২০০৩ ম্যানচেস্টার ইউনাইটেড ৫১ (৭)
২০০৩–২০০৭ চেলসি (১)
২০০৪–২০০৬ইন্টারন্যাজিওন্যালে (ধার) ৪৯ (৩)
২০০৬–২০০৭এস্তুদিয়ান্তেস (ধার) ৩০ (২)
২০০৭–২০১২ এস্তুদিয়ান্তেস ১০৭ (১৮)
২০১২–২০১৩ ব্রান্দসেন ২৮ (৭)
২০১৩– এস্তুদিয়ান্তেস ১১ (০)
মোট ৪৯০ (৬৮)
জাতীয় দল
১৯৯৬–২০১০ আর্জেন্টিনা ৭৩ (৯)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ নভেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

হুয়ান সেবাস্তিয়ান ভেরন (স্পেনীয়: Juan Sebastián Verón, স্পেনীয় উচ্চারণ: [ˈxwãn seβahˈtjãm beˈɾõn]; জন্ম ৯ মার্চ ১৯৭৫) একজন আর্জেন্টিনীয় ফুটবলার। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা প্লাতায় খেলেন। এছাড়া তিনি সেখানে ক্রীড়া পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Profile"। এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Verón volvió a Estudiantes" [এস্তুদিয়ান্তেসে ফিরলেন ভেরন] (স্পেনীয় ভাষায়)। ক্লারিন। ১০ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]