হুরহুরে | |
---|---|
![]() | |
হুরহুরে ফুল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Tracheophytes |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Brassicales |
পরিবার: | Cleomaceae |
গণ: | Cleome |
প্রতিশব্দ[১] | |
তালিকা
|
হুরহুরে সপুষ্পক উদ্ভিদ। এটি স্পাইডার বা মাকড়সা ফুল হিসেবে পরিচিত[২][৩]।
হুরহুরে গাছের বিশেষ প্রজাতি সবজি হিসেবে চাষ হয়। তবে এর দৃষ্টিনন্দন ফুল থাকায় শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে চাষ করাও হয়।
এটি ঝোপালো উদ্ভিদ। এর ডালে অসংখ্য পাতা থাকে।পাতা ছোট এবং সবুুজ। ফুল শীর্ষে ফোটে।ফুল গোলাপি,বেগুনি,হলুদ ইত্যাদি রঙের হয়। এর বীজের আকৃতি অনেকটা শামুকের খোলসের মতো। হুরহুরে আকর্ষণীয়, দ্রুত বর্ধনশীল গাছ। এদের বিভিন্ন রঙের ফুল মনোরম সৌন্দর্য তৈরি করে। দক্ষিণ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের স্থানীয়, তথাকথিত হুরহুরে ফুলটি ১৮০০ এর শতকের গোড়ার দিকে উত্তর আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্যের বাগানগুলোতে প্রদর্শিত হয়েছিল। গাছগুলি ৪-৮ ইঞ্চি প্রশস্ত। মৌটুসি পাখি ফুলগুলোকে পছন্দ করে। গাছগুলো তাপ এবং খরা সহ্য করে[৯]।