![]() ২০১৭ সালে স্পেনের ম্যানেজার হিসেবে লোপেতেগি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হুলেন লোপেতেগি আরগোতে | ||
জন্ম | ২৮ আগস্ট ১৯৬৬ | ||
জন্ম স্থান | আস্তেয়াসু, স্পেন | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
যুব পর্যায় | |||
রিয়াল সোসিয়েদাদ | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮৫–১৯৮৮ | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ৬১ | (০) |
১৯৮৮–১৯৯১ | রিয়াল মাদ্রিদ | ১ | (০) |
১৯৮৮–১৯৮৯ | → লাস পালমাস (ধার) | ৩১ | (০) |
১৯৯১–১৯৯৪ | লোগ্রোনিয়েস | ১০৭ | (০) |
১৯৯৪–১৯৯৭ | বার্সেলোনা | ৫ | (০) |
১৯৯৭–২০০২ | রায়ো ভায়েকানো | ১১২ | (০) |
মোট | ৩১৭ | (০) | |
জাতীয় দল | |||
১৯৮৫ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
১৯৯৪ | স্পেন | ১ | (০) |
১৯৯৩–২০০০ | বস্কো প্রদেশ | ৩ | (০) |
পরিচালিত দল | |||
২০০৩ | স্পেন অনূর্ধ্ব-১৭ (সহকারী) | ||
২০০৩ | রায়ো ভায়েকানো | ||
২০০৮–২০০৯ | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ||
২০১০–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ||
২০১০–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২০ | ||
২০১২–২০১৪ | স্পেন অনূর্ধ্ব-২১ | ||
২০১৪–২০১৬ | পোর্তো | ||
২০১৬–২০১৮ | স্পেন | ||
২০১৯ | সেভিয়া | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
হুলেন লোপেতেগি আরগোতে (স্পেনীয় উচ্চারণ: [ˈʝulen lopeˈteɣi aɾˈɣote]; জন্ম: ২৮ আগস্ট ১৯৬৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাবগুলোতে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। তিনি স্পেন জাতীয় দল এবং স্পেনীয় লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ১১টি লা লিগা মৌসুমে ১৪৯টি ম্যাচ খেলেছেন। তিনি তার ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ, লাস পালমাস, লোগ্রোনিয়েস, বার্সেলোনা এবং রায়ো ভায়েকানোর মতো ক্লাবে খেলেছেন। এছাড়াও তিনি ৩টি ক্লাবের হয়ে সেহুন্দা দিভিসিওনে ১৬৮টি ম্যাচ খেলেছেন এবং ১৯৯৪ ফিফা বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন।
২০০৩ সালে, লোপেতেগি ম্যানেজার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং তার ম্যানেজারের ক্যারিয়ারের অধিকাংশ সময় স্পেনের যুব দলগুলোর দায়িত্ব পালন করেছেন; যেখানে তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলকে ইউরোপীয় শিরোপা জয়লাভ করতে সাহায্য করেছেন। ২০১৮ ফিফা বিশ্বকাপের পূর্বে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বহিষ্কৃত হওয়ার পূর্বে, তিনি স্পেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন।
রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা
স্পেন অনূর্ধ্ব-২০
স্পেন অনূর্ধ্ব-১৯
স্পেন অনূর্ধ্ব-২১
<ref>
ট্যাগ বৈধ নয়; U19
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; U21
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি