হুসেইন কাভাজোভিচ | |
---|---|
![]() হুসেইন কাভাজোভিচ | |
উপাধি | বসনিয়া হার্জেগোভিনার প্রধান মুফতি |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | জেলোভচে সেলো, গ্রাদাচাক, বসনিয়া ও হার্জেগোভিনা, যুগোস্লাভিয়া | ৩ জুলাই ১৯৬৪
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বসনীয় |
আখ্যা | সুন্নি |
শিক্ষালয় | হানাফি |
যেখানের শিক্ষার্থী | আল-আজহার বিশ্ববিদ্যালয় সারাজেভো বিশ্ববিদ্যালয় |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | সেপ্টেম্বর ২০১২ – বর্তমান |
পূর্বসূরী | মুস্তফা চেরিক |
পূর্ববর্তী পদ | তুজলার মুফতি |
হুসেইন কাভাজোভিচ (৩ জুলাই ১৯৬৪) হলেন একজন বসনিয়ান ইসলামি ধর্মগুরু এবং সেপ্টেম্বর ২০১২ থেকে বসনিয়া ও হার্জেগোভিনার প্রধান মুফতি (রঈসুল উলামা)। তিনি তুজলার মুফতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তিনি হাসান এবং সায়মা কাভাজোভিচের পুত্র।[১] তিনি গ্রাদাচাকের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারপর সারাজেভোতে গাজি হুসরেভ-বেগোভা মাদ্রাসাতে ভর্তি হন। সেখানে তিনি ১৯৮৩ সালে স্নাতক হন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামি আইন অধ্যয়নের জন্য যুগোস্লাভিয়া ত্যাগ করেন। তারপরে সারায়েভো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদে শরিয়া আইনে তার মাস্টার্স থিসিস শেষ করার জন্য দেশে ফিরে আসেন।[২][৩]
এরপর তিনি ১৯৯৩ থেকে ২০১২ সাল পর্যন্ত তুজলার মুফতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার পূর্বে তিনি স্রেব্রেনিক এবং গ্রাদাচাকের ইসলামি সম্প্রদায়ে ইমাম, খতিব এবং মুয়াল্লিম (প্রভাষক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামিক কমিউনিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।
২০১২ সালে ইসলামী সম্প্রদায় থেকে ১৮৮২ সাল থেকে ১৪তম বসনিয়ান গ্র্যান্ড মুফতি মুস্তাফা সেরিচের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত হন। সারায়েভোর প্রধান মসজিদ গাজি হুসরেভ-বেগ মসজিদে ভোটাভুটিতে তিনি ৩৮২ টি ভোটের মধ্যে ২৪০ টি ভোট পেয়েছিলেন। তার নির্বাচনী কর্মসূচিতে কাভাজোভিচ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা এবং "ইসলামি ধর্মীয় সম্প্রদায়ের কাজে মহিলাদের অন্তর্ভুক্তি" এর জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি জোর দিয়েছিলেন।
একটি চুক্তির অধীনে, কাভাজোভিচকে হাঙ্গেরির গ্র্যান্ড মুফতি হিসাবেও কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল।[৪]
তিনি বসনিয়ান, আরবি এবং ইংরেজিতে কথা বলেন।[৫][৬][৭][৮]
২০১৬ সালের মে মাসে সুইজারল্যান্ডে দেওয়া তার ভাষণে কাভাজোভিচ বলেছিলেন যে "ভ্লাচদের স্রেব্রেনিকা শাসন করার" অনুমতি দেওয়া উচিত নয়, সার্বদের জন্য একটি অবমাননাকর শব্দ ব্যবহার করে যার অর্থ "বিদেশী" বা “সমাজের মেষপালক”। যদিও কাভাজোভিচের পৈতৃক পূর্বপুরুষরাও সার্ব জাতীর পূর্ব হার্জেগোভিনার মুসলিম বসতি স্থাপনকারীদের অন্যতম ছিলেন।[৯][১০][১১] তিনি আরও বলেন, 'হয় আমরা নিজেদেরকে রক্ত-পানিতে ধৌত করবো অথবা প্রতি চার বছর পর পর নির্বাচনে যাবো, তবুও আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করবই। বসনিয়াকদের বেছে নিন, আমরা প্রতি ২০-৩০ বছর পর পর রক্ত ঝরাব বা নির্বাচনে যাব। আমাদের ঘড় আমাদের দায়িত্ব, এবং বিশেষত স্রেব্রেনিকা সংরক্ষণ করা আমাদের কর্তব্য। তাদের থেকে এবং তাদের কবরস্থানগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজের মাতৃভূমির জন্য জেগে ওঠো'।[১২]
আইএসআইএস ম্যাগাজিন-এর বসনিয়ান ভাষার সংস্করণ আল রুমিয়াহ-তে বসনিয়ার অন্যান্য মুসলিম কর্মকর্তাদের সাথে কাভাজোভিচকেও একাধিকবার আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছে।[১৩]