হুসেইন মোহাম্মদ লতিফ | |
---|---|
ހުސައިން މުހައްމަދު ލަތީފް | |
মালদ্বীপের উপরাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৭ নভেম্বর ২০২৩ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ মুইজ্জু |
পূর্বসূরী | ফয়সাল নাসিম |
গণ মজলিস এর সদস্য | |
কাজের মেয়াদ ২৮ মে ২০১৪ – ১৬ নভেম্বর, ২০২৩ | |
নির্বাচনী এলাকা | ভাড়া-মাঠোদা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ফারেস-মাথোদা, মালদ্বীপ |
রাজনৈতিক দল | পিপলস ন্যাশনাল কংগ্রেস |
অন্যান্য রাজনৈতিক দল | |
দাম্পত্য সঙ্গী | আয়েশাথ আফরিন |
সন্তান | ১ |
প্রাক্তন শিক্ষার্থী |
হুসেইন মোহাম্মদ লতিফ (ধীভেহি : ধিবেহী: ހުސައިން މުހައްމަދު ލަތީފް דיבי : ) ধিবেহী: ސެމްބެ সেম্বে পরিচিত ), [১] একজন মালদ্বীপের রাজনীতিবিদ যিনি বর্তমানে ২০২৩ সাল থেকে মালদ্বীপের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] তিনি ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গণ মজলিস ফরেস-মাথোদার সদস্য ছিলেন।[৩] তিনি ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ মুইজ্জুর রানিং মেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।[৪]