ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সৈয়দ হুসেইন হুসেইনি | ||
জন্ম | ৩০ জুন ১৯৯২ | ||
জন্ম স্থান | শিরাজ, ইরান | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এস্তেগলাল | ||
জার্সি নম্বর | ১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২২, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সৈয়দ হুসেইন হুসেইনি (ফার্সি: سید حسین حسینی; জন্ম: ৩০ জুন ১৯৯২; হুসেইন হুসেইনি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরানি ক্লাব এস্তেগলাল এবং ইরান জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৭ সালে, হুসেইনি ইরান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় আট বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
সৈয়দ হুসেইন হুসেইনি ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে ইরানের শিরাজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হুসেইনি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইরান | ২০১৮ | ৪ | ০ |
২০২২ | ৩ | ০ | |
সর্বমোট | ৭ | ০ |
ইরানি ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |