তন্ত্র | সংবহন |
---|---|
উপবিভাগ | চিত্রনির্ভর পরীক্ষণ, নিউক্লিয়ার |
তাৎপর্যপূর্ণ রোগ | হৃদরোগ, রক্ত সংবহনতন্ত্রের রোগ, এথেরোস্ক্লেরোসিস, কার্ডিওমায়োপ্যাথি, উচ্চ রক্তচাপ |
তাৎপর্যপূর্ণ পরীক্ষা | রক্ত পরীক্ষা, ইলেক্ট্রোফিজিওলজি গবেষণা, হৃদ চিত্রণ, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, পীড়ন নির্ণয় |
বিশেষজ্ঞ | হৃদরোগ বিশেষজ্ঞ |
শব্দকোষ | ওষুধের শব্দকোষ |
পেশা | |
---|---|
নাম |
|
পেশার ধরন | বিশেষত্ব |
প্রায়োগিক ক্ষেত্র | চিকিৎসা বিজ্ঞান, অস্ত্রোপচার |
বিবরণ | |
শিক্ষাগত যোগ্যতা |
|
কর্মক্ষেত্র | হাসপাতালসমূহ, চিকিৎসালয়সমূহ |
হৃদবিজ্ঞান ( প্রাচীন গ্রিক καρδίᾱ (kardiā) 'হৃত্পিণ্ড', and -λογία (-logia) 'অধ্যয়ন') হল হৃৎপিণ্ড বিষয়ক বিজ্ঞান। সাধারণভাবে হৃদয়বিজ্ঞান হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা হৃৎপিণ্ড এবং সংবহন তন্ত্রের ব্যাধি নিয়ে কাজ করে। এই ক্ষেত্রের মধ্যে রয়েছে জন্মগত হৃদরোগ, হৃৎ-ধমনীর ব্যাধি, হৃৎপিণ্ডের অকৃতকার্যতা, হৃদ কপাটিকাসংক্রান্ত রোগ এবং ইলেক্ট্রোফিজিওলজির চিকিৎসা এবং রোগ নির্ণয়। যেসকল চিকিৎসক এ বিষয়ের ওষুধের ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বলা হয়, অন্তররোগ চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষত্ব। পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হলেন শিশু বিশেষজ্ঞ যারা হৃদবিজ্ঞানে বিশেষজ্ঞ। হৃৎপিণ্ডসংবন্ধীয় অস্ত্রোপচারে বিশেষজ্ঞ চিকিৎসকদের কার্ডিওথোরাসিক সার্জন বা হৃদ শল্যচিকিৎসক বলা হয়, যা সাধারণ অস্ত্রোপচারের একটি বিশেষত্ব।[১]