ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
মালিক | হেরাল্ড পাবলিকেশন প্রা. লিমিটেড |
প্রতিষ্ঠাতা | আলেইক্সো ক্লেমেন্ট মেসিয়াস গোমেস |
প্রকাশক | হেরাল্ড পাবলিকেশন প্রা. লিমিটেড |
প্রধান সম্পাদক | আর.এফ. ফার্নান্দেস |
সম্পাদক | আলেকজান্ডার মনিজ বারবোসা |
প্রতিষ্ঠাকাল | ২১ এপ্রিল ১৯০০ |
রাজনৈতিক মতাদর্শ | মধ্য |
ভাষা | পর্তুগিজ (১৯০০-১৯৮৩) ইংরেজি (১৯৮৩-) |
সদর দপ্তর | পাঞ্জিম, গোয়া |
প্রচলন | ৬৪,৫৮৯ |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | epaper |
ও হেরাল্ডো হল ভারতের গোয়া রাজ্যের রাজ্য-রাজধানী পানাজি থেকে প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ব্রডশীট ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র। [১]
ও হেরাল্ডো প্রথম দৈনিক পর্তুগিজ সংবাদপত্র হিসাবে ২১ মে ১৯০০ সালে গোয়াতে আলেইক্সো ক্লেমেন্ট মেসিয়াস গোমেস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। [২] লিসবনে দশ বছরের পরে, মেসিয়াস গোমেস ১৯১৯ সালে কাগজের কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করেন। [৩] এটি পরবর্তীতে ১৯৮৩ সালে একটি ইংরেজি দৈনিকে রূপান্তরিত হয়, [৪] যে সময়ের মধ্যে এটি 'পর্তুগাল এবং ব্রাজিলের বাইরে সবচেয়ে দীর্ঘমেয়াদী পর্তুগিজ ভাষার সংবাদপত্র' ছিল। [৫]