হেনরিয়েটে একুই এবোঙ্গো | |
---|---|
জন্ম | ১৯৪৯ (বয়স ৭৪–৭৫) |
জাতীয়তা | ক্যামেরুনীয় |
পেশা | সাংবাদিক |
হেনরিয়েটে একুই এবোঙ্গো (জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৪৯)[১] হলেন ক্যামেরুনের একজন সাংবাদিক, প্রকাশক ও রাজনৈতিক কর্মী। ২০১১ সালে তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করেছিল মার্কিন পররাষ্ট্র দফতর।
হেনরিয়েটে একুই এবোঙ্গো গণমাধ্যমের স্বাধীনতা, নারীপুরুষ সমানাধিকার ও সুশাসন নিয়ে ক্যামেরুনে কাজ করে চলেছেন। আশির দশক থেকে দেশটিতে চলমান স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। এছাড়াও তিনি দেশটিতে দুর্নীতি, নারী নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে চলেছেন। তিনি তার কর্মকাণ্ডের জন্য নির্যাতিনের শিকার হয়েছেন, তাকে সামরিক আদালতে মুখোমুখি হতে হয়েছে।[২][৩]
তিনি বাবেলা নামের একটি সাপ্তাহিক সংবাদপত্রের প্রকাশক এবং দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ক্যামেরুন শাখার প্রতিষ্ঠাতা।[৪]
তিনি তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[২][৫]