হেন্ড্রিক ওয়েড বোড | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২১ জুন ১৯৮২ | (বয়স ৭৬)
জাতীয়তা | Uruguayan |
মাতৃশিক্ষায়তন | ওহাইও স্টেট ইউনিভার্সিটি কলাম্বিয়া ইউনিভার্সিটি |
পরিচিতির কারণ | Bode plot, কন্ট্রোল থিওরি, টেলিযোগাযোগ |
পুরস্কার | President's Certificate of Merit, আইইই এডিসন মেডেল, Ernest Orlando Lawrence Award |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কন্ট্রোল থিওরি, পদার্থবিজ্ঞান, গণিত, টেলিযোগাযোগ |
প্রতিষ্ঠানসমূহ | ওহাইও স্টেট ইউনিভার্সিটি বেল ল্যাব্স হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
হেন্ড্রিক ওয়েড বোড (/ˈboʊdi/ boh-dee; ওলন্দাজ: [ˈbodə])[১][২] (জন্ম; ডিসেম্বর ২৪, ১৯০৫ – জুন ২১, ১৯৮২) একজন মার্কিন প্রকৌশলী, গবেষক, উদ্ভাবক, লেখক এবং বিজ্ঞানী।
বোড ১৯০৫ সালের ২৪ ডিসেম্বর উইসকনসিনের ম্যাডিসনে জন্মগ্রহণ করেন। তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে গণিতে ১৯২৪ সালে বিএ ডিগ্রি এবং ১৯২৬ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ১৯৩৫ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[৩][৪]