হেব্বুলি | |
---|---|
পরিচালক | এস. কৃষ্ণা |
প্রযোজক |
|
রচয়িতা | সিরি (সংলাপ) |
কাহিনিকার | এস. কৃষ্ণা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | অর্জুন জন্যা |
চিত্রগ্রাহক | এ. করুনাকার |
সম্পাদক | দীপু এস. কুমার |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | জ্যাক মঞ্জুনাথ (মাইশুর টকিস) |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | কন্নড় |
নির্মাণব্যয় | ₹২০ কোটি[১] |
আয় | ₹৫৬ কোটি[২] |
হেব্বুলি (বাংলা: শক্তিশালী হিংস্র বাঘ) হলো ২০১৭ সালে মুক্তি পাওয়া, ভারতীয় কন্নড় ভাষার থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র। এটি পরিচালনা করেন এস. কৃষ্ণা।[৩][৪] চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কিচ্চা সুদীপ, ভি. রবিচন্দ্রন, অমলা পল প্রমুখ[৫]
চলচ্চিত্রটি প্রযোজনা করেন এস আর ভি প্রোডাকশন। ভারতের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জম্মু-কাশ্মীর এবং আইসল্যান্ডেও "হেব্বুলি" চলচ্চিত্রের শ্যুটিং হয়। চলচ্চিত্রটি ২৩শে ফেব্রুয়ারি ২০১৭ সালে মুক্তি পায়।
"হেবূলি" চলচ্চিত্রের গল্প শুরু হয় ক্যাপ্টেন রামের (সুদীপ) উদ্ধার অভিযানের মাধ্যমে। যেখানে ৩ জন ডাক্তার, যাদের মধ্যে ডাঃ নন্দীনিও ছিলো। নন্দীনি রামের প্রেমে পড়ে, কিন্তু সে তাকে বলতে পারছিলো না। এক রাতে রামের কাছে চিঠি এলো তার ভাই আইএএস (IAS) অফিসার সত্য মুর্তি (রবীচন্দ্রন) মারা গেছেন। তখন সে ব্যাঙ্গালুর চলে আসে এবং তার ভাই কীভাবে মারা গেছে তার তদন্ত করে। পুলিশরা তার ভাই আত্মহত্যা করেছে বললেও রাম তা বিশ্বাস করতে পারছে না, সে মনে করে তার ভাইকে হত্যা করা হয়েছে। একপর্যায়ে রাম তার ভাইয়ের খুনীদের হত্যা করে এর প্রতিশোধ নেয় এবং এর মধ্যে দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে।
হেবূলি চলচ্চিত্রটি ২৩শে ফেব্রুয়ারি ২০১৭ সালে ভারতের ৫০০টি স্ক্রিনে মুক্তি পায়, যেটি কন্নড ভাষার চলচ্চিত্রের সবচেয়ে বড় চলচ্চিত্র মুক্তি।[৬]
হেবূলি | |
---|---|
অর্জুন জনিয়া কর্তৃক সাউন্ড ট্র্যাক | |
মুক্তির তারিখ | ২৫ ডিসেম্বর ২০১৬ |
শব্দধারণের সময় | ২০১৬ |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক |
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক |
প্রযোজক | অর্জুন জনিয়া |
হেবূলি চলচ্চিত্রের গানসমূহ স্কোর এবং কম্পোজ করেন অর্জুন জনিয়া।[৭] গানের অডিও অফিসিয়ালি মুক্তি পায় ২৫শে নভেম্বর ২০১৬ সালে।[৮]
ট্র্যাক তালিকায়ন | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | গায়ক | দৈর্ঘ্য |
১. | "হুল্লি হুল্লি" | সিথান | সিদ্ধার্থ বাসরুর | |
২. | "সুন্দারি" | সান্তোষ নায়েক | বিজয় প্রকাশ, অনুরাধা বাট | |
৩. | "উসাইর উসাইর" | কাবিরাজ | শান শ্রেয়া ঘোষাল | |
৪. | "ডিবেয়ার" | হর্ষ প্রিয়া | আরমান মালিক | |
৫. | "ইয়েন্নেনু সুডা" | সান্তোষ নায়েক | রাজেশ কিষাণ, বিজয় প্রকাশ | |
৬. | "হেবূলি থিম সং" | জ্যাক স্টাইল, অরুণরাজা কমারাজ |