হ্যাকেট কামিন্স দ্বারা ডি ১ ল্যাক্রোস খেলায় প্রভাবিত হন কিন্তু ফুরম্যান ধারাবাহিক না-করায় তাঁদের ল্যাক্রোস কার্যক্রম বন্ধ হয়
হেরল্ড কামিন্সএমডি (জন্ম: মে ২৮, ১৮৯৩–-মৃত্যু: ১২ মে, ১৯৭৬)[১][২][৩] একজন শারীরস্থানবিদ (Anatomist) এবং ত্বকের দাগের চর্চায় বিশেষজ্ঞ ছিলেন। তাঁকে ত্বকের দাগের চর্চা অথবা Dermatoglyphics-এর প্রতিষ্ঠাতা হিসেবে মান্যতা দেওয়া হয়।[৪][৫][৬][৭]
হেরল্ড কামিন্স মার্কলেভিল, ইন্ডিয়ানার[১][২] স্থানীয় অধিবাসী ছিলেন, তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন, এবং সেখান থেকেই ১৯১৬ খ্রিস্টাব্দে তাঁর বিএ ডিগ্রি অর্জন করেন।[৫] মিশিগান বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণ কালে তাঁকে সম্মানিত সমাজের দুটি শিক্ষা বিষয়ক অভিধা সিগমা শি এবং ফি বেটা কপ্পা দিয়ে সম্মান জানানো হয়েছিল।[৫][৮][৯] ১৯২৫ খ্রিস্টাব্দে কামিন্স তুলেন বিশ্ববিদ্যালয় থেকে শারীরস্থানবিদ্যায়পিএইচডি উপাধি সম্পন্ন করেন।[৫][১০]
একজন শিক্ষাবিদ হিসেবে কামিন্স ৫০০০ সংখ্যাধিক শিক্ষার্থীকে শিক্ষাদান করেছেন।[১১] তিনি ১৯১৬ থেকে ১৯১৭ খ্রিস্টাব্দে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতেশরীরকোষ বিজ্ঞান প্রশিক্ষক[১২] এবং আণুবীক্ষণিক শারীরস্থান বিষয়ে সহযোগী অধ্যাপক হিসেবে ১৯১৭ থেকে ১৯১৯ পর্যন্ত কর্মরত ছিলেন।[১৩][১৪] ১৯১৯ খ্রিস্টাব্দে কামিন্স তুলেন বিশ্ববিদ্যালয়ে অনুষদ হিসেবে যোগদান করেন; যেখানে তিনি তাঁর শিক্ষক জীবনের বাকি দিনগুলো অতিবাহিত করেন। প্রায় পাঁচ দশকে তিনি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।[১১]তুলেন বিশ্ববিদ্যালয়ে যেসব পদে তিনি কাজ করেছেন, তা হল:
চেয়রম্যান অব দ্য ডিপার্টমেন্ট অব অ্যানাটমি (১৯৩৩-৬০)[১০][১৫]
চেয়রম্যান অব দ্য ডিপার্টমেন্ট অব মাইক্রোস্কোপিক অ্যানাটমি (১৯৩৩-১৯৪৫)[১০][১৫]
Cummins, Harold; Midlo, Charles (১৯৭৬)। Finger Prints, Palms, and Soles: an Introduction to Dermatoglyphics। South Berlin, Mass.: Research Pub. Co.। আইএসবিএন0486207781।
↑Widney, George M। "Harold Cummins A Summary by George M. Widney"। Medical Genetics and Birth Defects at University of South Alabama। ৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
↑ কখগ"The Alumni Family", The Michigan Alumnus (ইংরেজি ভাষায়), Alumni Association of the University of Michigan, খণ্ড 71 নং 4, পৃষ্ঠা 122, জানুয়ারি ১৯৬৫, সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)