![]() | |||
পূর্ণ নাম | হের্টা, বার্লিনার স্পোর্ট-ক্লাব ইভি[১] | ||
---|---|---|---|
ডাকনাম | ডি আল্টে ডামে (বৃদ্ধ নারী)[২] | ||
প্রতিষ্ঠিত | ২৫ জুলাই ১৮৯২ | ||
মাঠ | ওলিম্পিয়াস্টাডিওন | ||
ধারণক্ষমতা | ৭৪,৬৪৯ | ||
ক্রীড়া পরিচালক | ![]() | ||
সভাপতি | ![]() | ||
প্রধান কোচ | ![]() | ||
লিগ | বুন্দেসলিগা | ||
২০১৯–২০ | ১০ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
হের্টা, বার্লিনার স্পোর্ট-ক্লাব ইভি[১][৩] (সাধারণত হের্টা বিএসসি (জার্মান উচ্চারণ: [ˈhɛʁtaː beː ʔɛs t͡seː]),[৩] হের্টা বার্লিন,[৪] হের্টা বিএসসি বার্লিন[৫] অথবা শুধুমাত্র হের্টা[৫] নামে পরিচিত) হচ্ছে বার্লিন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯২ সালের ২৫শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। হের্টা বিএসসি তাদের সকল হোম ম্যাচ বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭৪,৬৪৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ব্রুনো লাবাডিয়া এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভার্নার গেগেনবাউর। বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় দেদ্রিক বোয়াতা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, হের্টা বিএসসি এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ৩টি ২. বুন্দেসলিগা এবং ২টি ডিএফবি-লিগাপোকাল শিরোপা রয়েছে।