ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হেসুস নাভাস গোন্সালেস | ||
জন্ম | ২১ নভেম্বর ১৯৮৫ | ||
জন্ম স্থান | লস প্যালাসিয়স স্পেন | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব | ||
জার্সি নম্বর | ১৫ | ||
যুব পর্যায় | |||
১৯৯৮-২০০০ | লস প্যালাসিয়স | ||
২০০০-২০০৩ | সেভিয়া ফুটবল ক্লাব | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৩-২০০৪ | সেভিয়া ফুটবল ক্লাব-বি | ||
২০০৩-২০১৩ | সেভিয়া ফুটবল ক্লাব | ||
২০১৩– | ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
হেসুস নাভাস একজন স্পেনের পেশাদার ফুটবলার। তিনি ম্যানচেস্টার সিটির রাইট উইঙ্গার। সে খুব দ্রুত বল ড্রিবলিং করতে পারদর্শী।
হেসুস নাভাস ১৫ বছর বয়সে সেভিয়ায় যুবদলে যোগ দেয়। ২০০৩-০৪ সালে সে মুল দলে জায়গা পায়।
২০১৩ সালের ৪ জুন ১৪.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময় ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়। ২০১৩ সালের ১৯ আগস্ট ক্লাবের হয়ে অভিষেক হয়।