![]() ২০২২ সালে ভায়েহো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হেসুস ভায়েহো লাসারো[১] | ||
জন্ম | ৫ জানুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | সারাগোসা, স্পেন | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০০৮ | ওলিভের | ||
২০০৮–২০১৪ | রিয়াল সারাগোসা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৫ | রিয়াল সারাগোসা | ৩১ | (১) |
২০১৫– | রিয়াল মাদ্রিদ | ১৭ | (১) |
২০১৫–২০১৬ | → রিয়াল সারাগোসা (ধার) | ২০ | (০) |
২০১৬–২০১৭ | → আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট (ধার) | ২৫ | (১) |
২০১৯–২০২০ | → উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ধার) | ২ | (০) |
২০২০–২০২১ | → গ্রানাদা (ধার) | ৩২ | (০) |
জাতীয় দল | |||
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ১ | (০) |
২০১৩–২০১৪ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) |
২০১৪–২০১৫ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ১১ | (২) |
২০১৫–২০১৯ | স্পেন অনূর্ধ্ব-২১ | ২২ | (০) |
২০২১ | স্পেন অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০:১৫, ১৫ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
হেসুস ভায়েহো লাসারো (স্পেনীয়: Jesús Vallejo, স্পেনীয় উচ্চারণ: [xeˈsuz βaˈʎexo ˈlaθaɾo]; জন্ম: ৫ জানুয়ারি ১৯৯৭; হেসুস ভায়েহো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭–০৮ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ওলিভেরের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভায়েহো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিয়াল সারাগোসাের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, রিয়াল সারাগোসার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র এক মৌসুম অতিবাহিত করেছেন; রিয়াল সারাগোসার হয়ে তিনি ৩১ ম্যাচে ১টি গোল করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি প্রায় ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল সারাগোসা হতে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। পরবর্তীকালে, তিনি রিয়াল সারাগোসা, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং গ্রানাদার হয়ে ধারে খেলেছেন।
২০১৩ সালে, ভায়েহো স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, ভায়েহো এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৪টি রিয়াল মাদ্রিদের হয়ে এবং ২টি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।
হেসুস ভায়েহো লাসারো ১৯৯৭ সালের ৫ই জানুয়ারি তারিখে স্পেনের সারাগোসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ভায়েহো স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ৭ই মার্চ তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪] তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন, যার মাধ্যমে তার দল উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দশমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল;[৫][৬][৭] তিনি এই আসরে স্পেনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, উক্ত প্রতিযোগিতার ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[৮] উক্ত প্রতিযোগিতায় ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৯] দুই বছর পর ইতালিতে অনুষ্ঠিত ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[১০] পূর্ববর্তী আসরের ব্যর্থতা কাটিয়ে ফাইনালে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[১১] এই আসরে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি স্পেনের নেতৃত্ব দিয়েছেন।[১২] ভায়েহো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত স্পেন অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন;[১৩][১৪][১৫] যেখানে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি রৌপ্য পদক জয়লাভ করেছেন।[১৬][১৭][১৮] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪৫ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল এবং ২টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৫ সালের ২৯শে মে তারিখে জর্জিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[১৯][২০]