পূর্ণ নাম | হোক্কাইদো কোন্সাদোলে সাপ্পোরো | |||
---|---|---|---|---|
ডাকনাম | কোন্সা | |||
প্রতিষ্ঠিত | ১৯৩৫ | |||
মাঠ | সাপ্পোরো ডোম | |||
ধারণক্ষমতা | ৪১,৪৮৪ | |||
মালিক | ইসাও ইশিমিজু (১১.৪%) ইশিয়া (৯.৫%)[১] | |||
সভাপতি | ইয়োশিকাজু নোনমুরা | |||
ম্যানেজার | মিহাইলো পেত্রোভিচ | |||
লিগ | জে১ লিগ | |||
২০২০ | ১২তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
হোক্কাইদো কোন্সাদোলে সাপ্পোরো (ইংরেজি: Hokkaido Consadole Sapporo, জাপানি: 北海道コンサドーレ札幌; সাধারণত কোন্সাদোলে সাপ্পোরো নামে পরিচিত) হচ্ছে সাপ্পোরো ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৩৫ সালে তোশিবা হোরিকাওয়া-চো ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৪১,৪৮৪ ধারণক্ষমতাবিশিষ্ট সাপ্পোরো ডোমে কোন্সা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সার্বীয় সাবেক ফুটবল খেলোয়াড় মিহাইলো পেত্রোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়োশিকাজু নোনমুরা। জাপানি মধ্যমাঠের খেলোয়াড় হিরোকি মিয়াজাওয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, কোন্সাদোলে সাপ্পোরো এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জাপান ফুটবল লিগ শিরোপা রয়েছে। মাকোতো সুনাকাওয়া, হিরোকি মিয়াজাওয়া, কাজুমাসা উয়েসাতো, কেন তোকুরা এবং ইয়োশিহিরো উচিমুরার মতো খেলোয়াড়গণ কোন্সাদোলে সাপ্পোরোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।