হোমাইদান আল-তুর্কি

হোমাইদান আল-তুর্কি (জন্ম ১৯৬৯) একজন সৌদি নাগরিক যিনি কলোরাডোর একটি আদালতে তার ইন্দোনেশীয় গৃহপরিচারিকাকে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত হন এবং তাকে চার বছর ধরে ভার্চুয়াল দাস হিসেবে রেখেছেন বলে অভিযোগ করা হয়। ৩১ আগস্ট, ২০০৬-এ, আল-তুর্কিকে মিথ্যা কারাদণ্ড, বেআইনি যৌন যোগাযোগ, চুরি এবং অপরাধমূলক চাঁদাবাজির ১২টি অপরাধমূলক জঘন্য অপরাধের জন্য ২৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। [] ২৫ ফেব্রুয়ারী, ২০১১-এ, কারাগারে তার ভাল আচরণের জন্য তাকে ২৮ থেকে পুনরায় ৮ বছরের সাজা দেওয়া হয়। আল-তুর্কি তার নির্দোষীতা বজায় রাখেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি সরকারের মধ্যে সম্পর্কের উত্তেজনা সৃষ্টিকারী একটি মামলায় ২০০৬ সালে তার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা হওয়ার জন্য মুসলিম বিরোধী মনোভাবকে দায়ী করেছেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Saudi Man Gets Prison Time in Housekeeper Slavery Case in Colorado, Fox News. August 31, 2006.
  2. "Saudi linguist gets reduced sentence in sex slave case"KDVR। CENTENNIAL, Colo.। ফেব্রুয়ারি ২৫, ২০১১। ৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]