হেন্ড্রিক ডানকার্টস্-এর আঁকা হোয়াইট হল প্রাসাদ (১৬৭৫)।[১] পশ্চিম দিকের সেন্ট জেমস পার্ক থেকে দেখা চিত্র। একদম বাম দিকে ঘোড়ার গার্ড ব্যারাক যার পেছনে লম্বা ব্যাঙ্কুইটিং হাউসের অবস্থান। বাম পাশে কেন্দ্রভাগে অবস্থিত চার-গম্বুজ বিশিষ্ট "হোলবিন গেইট" প্রাসাদের গেইট হাউজ।[২]হোয়াইট হল-এ নতুন প্রাসাদ তৈরির জন্য ইনিগো জোন্স-এর পরিকল্পনা (১৬৩৮ সাল)
হোয়াইট হল প্রাসাদ ছিলো ১৫৩০ থেকে ১৬৯৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের সম্রাটের রাজকীয় বাসভবন।
↑The buildings are identified in a pictorial map of 1682 by William Morgan. Reproduced in Barker, Felix; Jackson, Peter (১৯৯০)। The History of London in Maps। London: Barrie and Jenkins। পৃষ্ঠা 42–43। আইএসবিএন0-7126-3650-1।; the so-called "Holbein Gate" as it was known in the 18th century, though any connection with Hans Holbein was fanciful (John Summerson, Architecture in Britain 1530–1830, 9th ed. 1993: 32) survived the fire and was demolished in 1769.