![]() ২০১৯ সালে ওলিম্পিয়ার হয়ে বেনগুচে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হোর্হে রেনান বেনগুচে রামিরেস | ||
জন্ম | ২১ মে ১৯৯৬ | ||
জন্ম স্থান | ওলানচিতো, হন্ডুরাস | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওলিম্পিয়া | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
ওলিম্পিয়া | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪– | ওলিম্পিয়া | ৬৫ | (৩২) |
২০১৫ | → হুতিকালপা (ধার) | ৮ | (০) |
২০১৮ | → ইউপিএনএফএম (ধার) | ৩১ | (১২) |
২০২০–২০২১ | → বোয়াভিস্তা (ধার) | ১৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২১ | হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
২০১৯– | হন্ডুরাস | ৬ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:২৫, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:২৫, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
হোর্হে রেনান বেনগুচে রামিরেস (স্পেনীয়: Jorge Benguché; জন্ম: ২১ মে ১৯৯৬; হোর্হে বেনগুচে নামে সুপরিচিত) হলেন একজন হন্ডুরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব ওলিম্পিয়া এবং হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, বেনগুচে হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের হয়ে হন্ডুরাসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০১৯ সালে তিনি হন্ডুরাসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হন্ডুরাসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ২টি গোল করেছেন।
হোর্হে রেনান বেনগুচে রামিরেস ১৯৯৬ সালের ২১শে মে তারিখে হন্ডুরাসের ওলানচিতোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
বেনগুচে জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]