![]() ২০০৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে গুতি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হোসে মারিয়া গুতিয়েরেজ এর্নান্দেজ | ||
জন্ম | ৩১ অক্টোবর ১৯৭৬ | ||
জন্ম স্থান | তোরেহোন দে আরদোজ, স্পেন | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেশিকতাস (সহকারী) | ||
যুব পর্যায় | |||
১৯৮৬–১৯৯৪ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৪–১৯৯৫ | রিয়াল মাদ্রিদ সি | ৩ | (০) |
১৯৯৫–১৯৯৬ | রিয়াল মাদ্রিদ বি | ২৬ | (১১) |
১৯৯৫–২০১০ | রিয়াল মাদ্রিদ | ৩৮৭ | (৪৬) |
২০১০–২০১১ | বেশিকতাস | ২৩ | (৭) |
মোট | ৪৩৯ | (৬৪) | |
জাতীয় দল | |||
১৯৯৫ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ৪ | (1১) |
১৯৯৬–১৯৯৮ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৮ | (১) |
১৯৯৯–২০০৫ | স্পেন | ১৩ | (৩) |
পরিচালিত দল | |||
২০১৩–২০১৮ | রিয়াল মাদ্রিদ (যুব) | ||
২০১৮– | বেশিকতাস (সহকারী) | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
হোসে মারিয়া গুতিয়েরেজ এর্নান্দেজ (জন্ম: ৩১ অক্টোবর ১৯৭৬) হলেন একজন সাবেক স্পেনীয় ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন ফুটবল দলের হয়ে একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি বর্তমানে বেশিকতাসের হয়ে সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার সম্পূর্ণ ক্যারিয়ার যাপন করেছেন, সেখানে তিনি প্রায় ৫৪২টি আনুষ্ঠানিক ম্যাচ খেলেছেন এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বমোট ১৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৫টি লা লিগা উল্লেখযোগ্য।[১] তিনি তার ক্যারিয়ারের শেষ মৌসুম তুরস্কের ক্লাব বেশিকতাসের হয়ে খেলেছেন।
১৯৯৯ সালে অভিষেকের পর, তিনি স্পেন ফুটবল দলের হয়ে সর্বমোট ১৩টি ম্যাচ খেলছেন, যার মধ্যে ৩টি গোল করেছেন।
রিয়াল মাদ্রিদ[১]
বেশিকতাস
স্পেন অনূর্ধ্ব-১৮
স্পেন অনূর্ধ্ব-২১