ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হোসে আদনি সিফুয়েন্তেস চারকোপা[১] | ||||||||||||||||
জন্ম | ১২ মার্চ ১৯৯৯ | ||||||||||||||||
জন্ম স্থান | এসমেরালদাস, ইকুয়েডর | ||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মিটার[২] | ||||||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | লস অ্যাঞ্জেলেস এফসি | ||||||||||||||||
জার্সি নম্বর | ২০ | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১৬–১৭ | ইউনিভার্সিদাদ কাতোলিকা | ৬ | (১) | ||||||||||||||
২০১৭–১৯ | আমেরিকা দে কিতো | ৬৮ | (৭) | ||||||||||||||
২০২০– | লস অ্যাঞ্জেলেস এফসি | ৮৩ | (১৩) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১৯ | ইকুয়েডর অ২০ | ১৬ | (২) | ||||||||||||||
২০১৯– | ইকুয়েডর অ২৩ | ২ | (০) | ||||||||||||||
২০১৯ | ইকুয়েডর জাতীয় ফুটবল দল | ১১ | (০) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
হোসে আদোনি সিফুয়েন্তেস চারকোপা (জন্ম: ১২ মার্চ, ১৯৯৯) হলেন একজন ইকুয়েডরের পেশাদার ফুটবলার। তিনি মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এবং ইকুয়েডর জাতীয় দলে মিডফিল্ডার হিসেবে খেলেন।[৩]
সিফুয়েন্তেস ২০২০ সালের জানুয়ারিতে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস-এ ৩ মিলিয়ন ডলারে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হন।[৪][৫]
সিফুয়েন্তেস ২০১৯ সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইকুয়েডর-এর প্রতিনিধিত্ব করেন। সেবছর অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতে ইকুয়েডর। ২০১৯ ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপেও তিনি অংশ নিয়েছিলেন। সেবারে ইকুয়েডর তৃতীয় হয়েছিল। পরবর্তী টুর্নামেন্টে সিফুয়েন্তেস যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করেন।[৬]
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | মহাদেশীয় | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
ইউনিভার্সিদাদ কাতোলিকা | ২০১৬[৭] | ইকুয়েডরের সেরি এ | ৪ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ০ |
২০১৭[৭] | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ০ | ||
মোট | ৬ | ০ | ০ | ০ | ০ | ০ | ৬ | ০ | ||
আমেরিকা দে কিতো | 2017[৭] | ইকুয়েডরের সেরি বি | ২২ | ২ | ০ | ০ | - | ২২ | ২ | |
২০১৮[৭] | ২৯ | ৫ | ০ | ০ | - | ২৯ | ৫ | |||
২০১৯[৭] | ইকুয়েডরের সেরি এ | ১৭ | ০ | ০ | ০ | - | ১৭ | ০ | ||
মোট | ৬৮ | ৭ | ০ | ০ | ০ | ০ | ৬৮ | ৭ | ||
লস অ্যাঞ্জেলেস এফসি | ২০২০[৮] | মেজর লিগ সকার | ১৮ | ১ | ০ | ০ | ৩ [ক] | ০ | ২১ | ১ |
২০২১ | ৩২ | ৫ | - | ৩২ | ৫ | |||||
ক্যারিয়ার মোট | ১২৪ | ১৩ | ০ | ০ | ৩ | ০ | ১২৭ | ১৩ |