ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হোসে লুইস মাতো সানমার্তিন[১] | ||
জন্ম | [২] | ২৭ মার্চ ১৯৯০||
জন্ম স্থান | স্টুটগার্ট, পশ্চিম জার্মানি | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ১৪ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:১৬, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
হোসে লুইস মাতো সানমার্তিন (স্পেনীয়: Joselu; জন্ম: ২৭ মার্চ ১৯৯০; হোসেলু নামে সুপরিচিত) হলেন একজন জার্মান–স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৮ সালে, হোসেলু স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে ৩টি গোল করেছেন।
হোসে লুইস মাতো সানমার্তিন ১৯৯০ সালের ২৭শে মার্চ তারিখে পশ্চিম জার্মানির স্টুটগার্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হোসেলু স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২০ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালের ২রা অক্টোবর তারিখে তিনি ২০০৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ফ্যারো দ্বীপপুঞ্জ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্পেন | ২০২৩ | ৪ | ৩ |
সর্বমোট | ৪ | ৩ |