হ্যাটি ম্যাকড্যানিয়েল

হ্যাটি ম্যাকড্যানিয়েল
Hattie McDaniel
১৯৪১ সালে ম্যাকড্যানিয়েল
জন্ম(১৮৯৫-০৬-১০)১০ জুন ১৮৯৫
মৃত্যু২৬ অক্টোবর ১৯৫২(1952-10-26) (বয়স ৫৭)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণস্তন ক্যান্সার
সমাধিআঙ্গেলাস-রোজডেল সিমেট্রি, লস অ্যাঞ্জেলেস
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী, সঙ্গীতশিল্পী-গীতিকার, কৌতুকাভিনেত্রী
কর্মজীবন১৯২০-১৯৫২
দাম্পত্য সঙ্গীহাওয়ার্ড হিকম্যান (বি. ১৯১১; মৃ. ১৯১৫)
জর্জ ল্যাংফোর্ড (বি. ১৯২২; মৃ. ১৯২৫)
জেমস লয়েড ক্রফোর্ড (বি. ১৯৪১; বিচ্ছেদ. ১৯৪৫)
ল্যারি উইলিয়ামস (বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৫০)
পুরস্কারএকাডেমি পুরস্কার (১৯৩৯)

হ্যাটি ম্যাকড্যানিয়েল (ইংরেজি: Hattie McDaniel; জন্ম: ১০ই জুন ১৮৯৫ - ২৬শে অক্টোবর ১৯৫২) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা-গীতিকার ও কৌতুকাভিনেত্রী। তিনি গন উইথ দ্য উইন্ড (১৯৩৯) চলচ্চিত্রে "মামি" চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম আফ্রো-মার্কিন অভিনয়শিল্পী হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন।[][]

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বেতারে ও টেলিভিশনে কাজ করেছেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেতার গান গেয়েছেন।[] তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু ৮০ বা তার কিছু বেশি চলচ্চিত্রে তার নাম পর্দায় প্রদর্শিত হয়েছে।

হলিউড ওয়াক অব ফেমে ম্যাকড্যানিয়েলের নামাঙ্কিত দুটি তারকা রয়েছে, প্রথমটি বেতারে তার অবদানের জন্য ৬৯৩৩ হলিউড বলেভার্ডে এবং অপরটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৭১৯ ভাইন স্ট্রিটে অবস্থিত। ১৯৭৫ সালে ব্ল্যাক ফিল্মমেকার্স হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয় এবং ২০০৬ সালে প্রথম কৃষ্ণাঙ্গ অস্কার বিজয়ী হিসেবে তার সম্মানার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকটিকেট উন্মুক্ত করা হয়।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]
ম্যাকড্যানিয়েল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের জন্য একটি পারফরম্যান্সের জন্য তার লস অ্যাঞ্জেলেস বাড়ি থেকে মিন্টার ফিল্ডে মনোরঞ্জকদের নেতৃত্ব দেন

ম্যাকড্যানিয়েল ১৮৯৩ সালের ১০ই জুন ডেনভারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার ১৩ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।[][] তার মাতা সুজান হোলবার্ট (১৮৫০-১৯২০) একজন গসপেল সঙ্গীতশিল্পী ছিলেন এবং তার পিতা হেনরি ম্যাকড্যানিয়েল (১৮৪৫-১৯২২) ১২২তম মার্কিন কৃষ্ণাঙ্গ সৈন্যদলের হয়ে গৃহযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯০০ সালে তাদের পরিবার কলোরাডোয় চলে যায়, সেখানে প্রথমে ফোর্ট কলিন্সে ও পরে ডেনভারে বসবাস করে। ম্যাকড্যানিয়েল ১৯০৮ থেকে ১৯১০ পর্যন্ত ডেনভার ইস্ট হাই স্কুলে পড়াশোনা করেন। ১৯০৮ সালে তিনি উইমেন্স ক্রিশ্চিয়ান টেম্পারেন্স ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রথম স্থান অর্জন করেন। তার ভাই স্যাম ম্যাকড্যানিয়েল (১৮৮৬-১৯৬২) হেভেনলি ডেজ-এ বাটলার চরিত্রে অভিনয় করেন।[] তার বোন ইটা ম্যাকড্যানিয়েলও একজন অভিনেত্রী।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আব্রামোভিচ, সেথ (১৯ ফেব্রুয়ারি ২০১৫)। "Oscar's First Black Winner Accepted Her Honor in a Segregated 'No Blacks' Hotel in L.A."দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  2. কোগ্যান, ডেভান (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "Inside the complicated legacy of Hattie McDaniel, the first black Oscar winner"এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  3. জ্যাকসন, চার্লটন (১৯৯০)। Hattie: The Life of Hattie McDaniel। ল্যানহাম, ম্যারিল্যান্ড: ম্যাডিসন বুকস। আইএসবিএন 1-56833-004-9 
  4. "Hattie McDaniel honored with postage stamp"ইউপিআই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  5. ক্যাম্পবেল, এডওয়ার্ড ডি. C. (১৯৯০)। "Review of Hattie: The Life of Hattie McDaniel"The Georgia Historical Quarterly৭৪ (৩): ৫৫৪–৫৫৫। আইএসএসএন 0016-8297 
  6. Watts, Jill (২০০৭-০২-০৬)। Hattie McDaniel: Black Ambition, White Hollywood (ইংরেজি ভাষায়)। হার্পার কলিন্স। পৃষ্ঠা ৫,১১,১৬–১৭। আইএসবিএন 978-0-06-051491-4 
  7. The Three Stooges : Heavenly Daze (1948) - Jules White | Cast and Crew | AllMovie (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২০ 
  8. Wilson, Scott (২০১৬-০৮-২২)। Resting Places: The Burial Sites of More Than 14,000 Famous Persons, 3d ed. (ইংরেজি ভাষায়)। McFarland। পৃষ্ঠা 497। আইএসবিএন 978-0-7864-7992-4 

বহিঃসংযোগ

[সম্পাদনা]