হ্যাপি নিউ ইয়ার | |
---|---|
পরিচালক | ফারাহ খান |
প্রযোজক | গৌরী খান |
চিত্রনাট্যকার | ফারাহ খান আলথিয়া কৌশল |
কাহিনিকার | ফারাহ খান |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | ভিভান শাহ[১] |
সুরকার |
|
চিত্রগ্রাহক | মানুষ নন্দন |
সম্পাদক | আনন্দ সুবায়া |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ১.৫০ বিলিয়ন (ইউএস$ ১৮.৩৩ মিলিয়ন)[২] |
হ্যাপি নিউ ইয়ার (বাংলা: শুভ নববর্ষ) ফারাহ খান পরিচালিত ২০১৪ সালের বলিউড অ্যাকশন কমেডি-নাট্য চলচ্চিত্র। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, ভিভান শাহ এবং তেলুগু-তামিল ছবির অভিনেতা সোনু সুদ। চলচ্চিত্রটি যশ রাজ ফিল্মস কর্তৃক বিশ্বব্যাপী বণ্টন করা হয়।[৩]
এটি ফারাহ খানের সাথে শাহরুখ খানের তৃতীয় চলচ্চিত্র। পূর্বে ব্লকবাস্টার ম্যায় হুঁ না (২০০৪), ওম শান্তি ওম (২০০৭) চলচ্চিত্রে তারা একসাথে কাজ করেন। চলচ্চিত্র ট্যাগলাইন ইঙ্গিত করে যে কোন কিছু চুরি করা নিয়ে এটির গল্প গড়ে উঠেছে, অর্থাৎ এটি একটি হেইস্ট চলচ্চিত্র।[৪] চলচ্চিত্রটি ২০১৪ সালের ২৪ অক্টোবর, দীপাবলিতে,[৫] হিন্দি, তামিল এবং তেলুগু তিনটি ভিন্ন ভাষায় মুক্তি পায়।
২০০৫ সালে এই চলচ্চিত্রের কাজ শুরু হলেও ২০০৭ সালের ওম শান্তি ওম চলচ্চিত্রের কারণে এর কাজ বন্ধ রাখা হয়। ২০১০ সালের তিস মার খান চলচ্চিত্রের পর ফারাহ খান আবার এই চলচ্চিত্রের কাজ শুরু করেন। অবশেষে অক্টোবর, ২০১২ সালে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শেষ হয়। পরিচালক চেয়েছিলেন এই চলচ্চিত্রে খানের বিপরীতে কোন প্রতিষ্ঠিত নায়িকা অভিনয় করুক, যেমন সোনাক্ষী সিনহা, ঐশ্বর্য রাই বচ্চন, পরিণীতা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ। তবে শেষ পর্যন্ত দীপিকা পাড়ুকোনকেই বেছে নেয়া হয়। সেই ওম শান্তি ওম (২০০৭) ও চেন্নাই এক্সপ্রেস এর পর খানের সাথে তার তৃতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।[১৩] নায়কের ভূমিকায় শাহরুখ খানই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ।[১৪] নায়ক এই চলচ্চিত্রে একজন কন আর্টিস্ট এবং নায়িকা একজন মারাঠী নর্তক। এক পর্যায়ে জন আব্রাহামকে পার্শ্বীয় অভিনেতা হিসেবে ঠিক করা হয়েছিল কিন্তু সনু সিড তার স্থান নেয়।[১৫] বোমান ঈরানীকে পরিচালক এক সাক্ষাৎকারে তার ভূমিকার ব্যাপারে নিশ্চিত করেন। আগস্ট, ২০১৩ সালে জ্যাকি শ্রুফকে এই চলচ্চিত্রের খলনায়ক হিসেবে ঠিক করা হয়।[১৬] পরিচালকের ভাই সাজ্জাদ খান ও অভিনেত্রী মালাইকা আরোরা খান এতে বিশেষ আবির্ভাব হিসেবে থাকবেন।[১৭] ভিভান শাহ একজন কম্পিউটার হ্যাকার চরিত্রে অভিনয় করবেন এবং ছবির প্রথম অর্ধেকাংশ সম্পর্কে বলবেন। পরিচালক-অভিনেতা প্রভু দেবারও এই চলচ্চিত্রে বিশেষ আবির্ভাব রয়েছে।[১৮]
২রা জানুয়ারি, ২০১৪ সালে এই ছবির ফার্স্ট লুক মুক্তি পায়। সেই দিনই একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট খোলা হয় এবং বিভিন্ন হ্যাশট্যাগ চালু করা হয়।[১৯]
১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হয়। ফারাহ খান টুইট করেন, "এবং উল্টোগণনা শুরু হল! হ্যাপি নিউ ইয়ার শ্যুটিং শুরু হবার ঠিক এক মাস আগে! সবচেয়ে ব্যস্ত, রোমাঞ্চকর, আবেগপ্রবণ এবং মজার সময়!" ("N the Countdown begins! Exactly 1 month before shoot starts for Happy New Year ! The most hectic, exhilirating, stressfully happy time!"[২০] দুবাইয়ে এই ছবির কাজ শুরু হয়।[২১] অ্যারাবিয়ান বিজনেস রিপোর্ট করে যে ছবির একটি বড় অংশ পাম আইল্যান্ডে ধারণ হবে,[২২] সমুদ্রতীরে তিনটি কৃত্রিম দ্বীপ।[২৩]
হ্যাপি নিউ ইয়ার | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৫ সেপ্টেম্বর ২০১৪ | |||
ঘরানা | Feature film soundtrack | |||
দৈর্ঘ্য | ৪২:১৯ | |||
সঙ্গীত প্রকাশনী | T-Series | |||
বিশাল-শেখর কালক্রম | ||||
|
বিশাল-শেখর এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করবেন। বিখ্যাত গায়ক সুখবীর এতে একটি বিশেষ গান নির্মাণ করবেন। চলচ্চিত্রনির্মাতারা বলেন, এতে ইন্ডিয়াওয়ালে নামক একটি গান থাকবে।[২৪]
ট্র্যাক তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
১. | "ইন্ডিয়াওয়ালে" | বিশাল-শেখর, কে.কে., শঙ্কর মহাদেবন, নিতি মোহন | ৩:৫৮ |
২. | "মানওয়া লাগে" | অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল | ৪:৩১ |
৩. | "শটকলী" | সুখেইন্দর সিং | ৩:৪৩ |
৪. | "লাভলী" | কনিকা কাপুর, রবিন্দ্র উপাধ্যায়, মিরায়া বর্মা, ফতেহ | ৩:৪২ |
৫. | "ওয়াল্ড ড্যান্স মিডলে" | নিতি মোহন, বিশাল দাদলানি, সুখেইন্দর সিং, কে.কে., শঙ্কর মহাদেবন, শাহরুখ খান | ৫:২৩ |
৬. | "ননসেন্স কি নাইট" | মিকা সিং | ৩:০৩ |
৭. | "ডেন্স লাইক এ চাম্মিয়া" | সুনিদি চৌহান, বিশাল | ৩:৩২ |
৮. | "শরাবি" | মনোজ মৌসিক, নিদি খের, বিশাল দাদলানি, বিশাল-শেখর | ৪:২১ |
৯. | "ইন্ডিয়াওয়ালে (ইলেক্ট্রনিক)" | নিতি মোহন, বিশাল, কে.কে., শঙ্কর মহাদেবন | ৪:২৬ |
১০. | "The Heist (Instrumental)" | Instrumental | ১:৫৭ |
মোট দৈর্ঘ্য: | ৪২:১৯ |
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)