হ্যারল্ড ইউজিন এডগারটন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৪ জানুয়ারি ১৯৯০ | (বয়স ৮৬)
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কন (বিএস, তড়িৎ প্রকৌশল, ১৯২৫) ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমএস, তড়িৎ প্রকৌশল, ১৯২৭; পিএইচডি, তড়িৎ প্রকৌশল, ১৯৩১) |
পরিচিতির কারণ | স্ট্রবোস্কোপ |
দাম্পত্য সঙ্গী | Esther May Garrett |
সন্তান | Robert Frank Edgerton William Eugene Edgerton Mary Louise Edgerton |
পুরস্কার | এসপিআইই (1981) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
হ্যারল্ড ইউজিন এডগারটন ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি এর তড়িৎ প্রকৌশলের একজন অধ্যাপক ছিলেন।
এডগারটন ১৯০৩ সালের ৬ এপ্রিল নেব্রাস্কার ফ্রেমন্টে জন্মগ্রহণ করেন। এডগারটন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কন থেকে ১৯২৫ সালে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯২৭ সালে মাস্টার ডিগ্রি এবং ১৯৩১ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৪ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির তড়িৎ প্রকৌশলের অধ্যাপক নিযুক্ত হন।