![]() ২০১৮ সালে ইংল্যান্ডের হয়ে ম্যাগুয়ার | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেকব হ্যারি ম্যাগুয়ার[১] | ||
জন্ম | [২] | ৫ মার্চ ১৯৯৩||
জন্ম স্থান | শেফিল্ড, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
–২০১১ | শেফিল্ড ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৪ | শেফিল্ড ইউনাইটেড | ১৩৪ | (৯) |
২০১৪–২০১৭ | হাল সিটি | ৫৪ | (২) |
২০১৫ | → উইগান অ্যাথলেটিক (ধার) | ১৬ | (১) |
২০১৭–২০১৯ | লেস্টার সিটি | ৬৯ | (৫) |
২০১৯– | ম্যানচেস্টার ইউনাইটেড | ৭৪ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১২ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১৭– | ইংল্যান্ড | ৩৭ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৫৯, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৫৯, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জেকব হ্যারি ম্যাগুয়ার (ইংরেজি: Harry Maguire; জন্ম: ৫ মার্চ ১৯৯৩; হ্যারি ম্যাগুয়ার নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইংরেজ ফুটবল ক্লাব শেফিল্ড ইউনাইটেডের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ম্যাগুয়ার ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১১–১২ মৌসুমে, শেফিল্ড ইউনাইটেডের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি চার মৌসুম অতিবাহিত করেছেন; শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিনি ১৩৪ ম্যাচে ৯টি গোল করেছেন। অতঃপর ২০১৪–১৫ মৌসুমে তিনি প্রায় ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাল সিটিতে যোগদান করেছেন, মাঝে তিনি এক মৌসুমের জন্য ধারে উইগান অ্যাথলেটিকের হয়ে খেলেছেন। হাল সিটিতে তিন মৌসুম অতিবাহিত করার পর প্রায় ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব লেস্টার সিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৭৬ ম্যাচে ৫টি গোল করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে রক্ষণভাগের খেলোয়াড়ের জন্য রেকর্ড স্থানান্তর ফি ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লেস্টার সিটি হতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছেন।[৩][৪]
২০১২ সালে, ম্যাগুয়ার ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার ৫ বছর পর, তিনি ২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৭ ম্যাচে ৪টি গোল করেছেন। তিনি ইংল্যান্ডের হয়ে এপর্যন্ত ২০১৮ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ২০২০-এ অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৮ সালে গ্যারেথ সাউথগেটের অধীনে ফিফা বিশ্বকাপের চতুর্থ স্থান অধিকার করেছেন। ব্যক্তিগতভাবে, ম্যাগুয়ার বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে টানা তিন মৌসুম শেফিল্ড ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড় এবং ২০১৭–১৮ মৌসুমের লেস্টার সিটির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম।
জেকব হ্যারি ম্যাগুয়ার ১৯৯৩ সালের ৫ই মার্চ তারিখে ইংল্যান্ডের শেফিল্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার লরেন্স ম্যাগুয়ার এবং জো ম্যাগুয়ার নামে দুই ভাই রয়েছে, তারা উভয়ই পেশাদার ফুটবল খেলোয়াড়।[৫][৬]
ম্যাগুয়ার ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালের ১৩ই নভেম্বর তারিখে তিনি উত্তর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে একমাত্র ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৭][৮]
২০১৭ সালের ৮ই অক্টোবর তারিখে, মাত্র ২৪ বছর ৭ মাস ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ম্যাগুয়ার লিথুয়ানিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৯] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১০] ম্যাচটি ইংল্যান্ড ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১১] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ম্যাগুয়ার সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৮ মাস ২৯ দিন পর, ইংল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০১৮ সালের ৭ই জুলাই তারিখে, সুইডেনের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন, একই সাথে ফিফা বিশ্বকাপে তার প্রথম গোল।[১২][১৩][১৪] ২০২০ সালের ১২ই নভেম্বর তারিখে, তিনি প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন, ম্যাচটি ইংল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিনি ম্যাচের প্রথম গোলটি করেছেন।[১৫][১৬][১৭]
ম্যাগুয়ার রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য গ্যারেথ সাউথগেটের অধীনে ঘোষিত ইংল্যান্ড দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান।[১৮][১৯] ২০১৮ সালের ১৮ই জুন তারিখে, তিনি তিউনিসিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন, তিনি ম্যাচের ৯১তম মিনিটে হ্যারি কেনের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন।[২০][২১][২২] উক্ত বিশ্বকাপে তিনি ৭ ম্যাচে ১টি গোল করেছেন।[২৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৭ | ৩ | ০ |
২০১৮ | ১৩ | ১ | |
২০১৯ | ১০ | ০ | |
২০২০ | ৪ | ১ | |
২০২১ | ৭ | ২ | |
সর্বমোট | ৩৭ | ৪ |