হ্যালো!

হ্যালো!
বিভাগসেলিব্রেটি
প্রকাশনা সময়-দূরত্বসাপ্তাহিক
প্রথম প্রকাশ১৯৮৮
সর্বশেষ প্রকাশ
— সংখ্যা

-
কোম্পানিহ্যালো লিমিটেড (স্পেন)
দেশযুক্তরাজ্য
ওয়েবসাইটhellomagazine.com

হ্যালো! (ইংরেজি: Hello!) একটি সাপ্তাহিক ব্রিটিশ ম্যাগাজিন, যা মূলত সেলিব্রেটিদের খবর ও ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্যাদি প্রকাশ। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, মেক্সিকো, তুরস্ক, রাশিয়া, গ্রিস, কানাডাতে ম্যাগাজিনটির সংস্করণ প্রকাশিত হয়। এছাড়া ২০০৭ সাল থেকে সার্বিয়াতেও এটি প্রকাশ পাচ্ছে।

ইতিহাস

[সম্পাদনা]

ম্যাগাজিনটির মালিকানা স্বত্ব স্পেনীয় প্রকাশক এডোয়ার্ডো সানচেজ জুনকো। ১৯৮৮ সালে হোলা (¡Hola!) নামে একটি স্পেনীয় ম্যাগাজিন রূপে এর যাত্রা শুরু হয়। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওলা ! (Ohla !) নামে এর একটা ফরাসী সংষ্করণও প্রকাশিত হতো।

বহিঃসংযোগ

[সম্পাদনা]