পূর্ণ নাম | ১. ফুসবল-ক্লাব কলন ০১/০৭ ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি গাইসবকে (বিলি ছাগল), এফৎসে | |||
প্রতিষ্ঠিত | ১৩ ফেব্রুয়ারি ১৯৪৮ | |||
মাঠ | রাইনএনের্গিস্টাডিওন | |||
ধারণক্ষমতা | ৫০,০০০ | |||
সভাপতি | ভেয়ার্না ভলফ | |||
ম্যানেজার | আলেক্সান্ডার ভেরলে | |||
কোচ | মার্কুস গিসডোল | |||
লিগ | বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
১. ফুসবল-ক্লাব কলন ০১/০৭ ইভি (সাধারণত ১. এফসি কলন অথবা এফসি কলন জার্মান উচ্চারণ: [ʔɛf ˈtseː ˈkœln] নামে পরিচিত) হচ্ছে কোলন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৪৮ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ১. এফসি কলন তাদের সকল হোম ম্যাচ কলনের রাইনএনের্গিস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫০,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কুস গিসডোল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভেয়ার্না ভলফ। জার্মান রক্ষণভাগের খেলোয়াড় ইয়োনাস হেক্টর এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ১. এফসি কলন এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি বুন্দেসলিগা, ১টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ৪টি ডিএফবি-পোকাল, ৪টি ২. বুন্দেসলিগা এবং ৫টি ওবেরলিগা পশ্চিম শিরোপা রয়েছে।