১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৭৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান৪ এপ্রিল, ১৯৭৬
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রলাঠিয়াল
শ্রেষ্ঠ অভিনেতাআনোয়ার হোসেন
লাঠিয়াল
শ্রেষ্ঠ অভিনেত্রীববিতা
বাঁদী থেকে বেগম
সর্বাধিক পুরস্কারলাঠিয়াল (৬)
  জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২য় → 

১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক ১৯৭৫ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদান করা হয়। প্রতি বছর, সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে[] এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম অনুষ্ঠান ছিল এবং ৪ এপ্রিল, ১৯৭৬ সালে প্রদান করা হয়।[]

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথমবারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে লাঠিয়াল। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে।[] চলচ্চিত্রে সার্বিক অবদানের জন্য পরিচালক জহির রায়হানকে মরণোত্তর একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।[]

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]

এই বছর মোট ১২টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।[]

মেধার পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র নারায়ণ ঘোষ মিতা (প্রযোজক) লাঠিয়াল[]
শ্রেষ্ঠ পরিচালক নারায়ণ ঘোষ মিতা লাঠিয়াল
শ্রেষ্ঠ অভিনেতা আনোয়ার হোসেন লাঠিয়াল[]
শ্রেষ্ঠ অভিনেত্রী ববিতা বাঁদী থেকে বেগম
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ফারুক লাঠিয়াল
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রোজী আফসারী লাঠিয়াল
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক দেবু ভট্টাচার্যলোকমান হোসেন ফকির (যুগ্মভাবে) চরিত্রহীন
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী আব্দুল আলীম সুজন সখী
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন সুজন সখী

কারিগরী পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার খান আতাউর রহমান সুজন সখী
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদা কালো) বেবী ইসলাম চরিত্রহীন
শ্রেষ্ঠ সম্পাদক বশির হোসেন লাঠিয়াল[]

বিশেষ পুরস্কার

[সম্পাদনা]

একাধিক বিজয়ী চলচ্চিত্র

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ 
  2. "লাঠিয়াল"সমকাল। ২০১২-০৮-১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  4. "সাদাকালোয় সোনালি দিন"বণিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৫ 
  5. "Noted actor Anwar Hossain passes away"রাইজিংবিডি (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৯-১৩। ২০১৫-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০১৫