১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৭৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ৪ এপ্রিল, ১৯৭৬ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | লাঠিয়াল | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আনোয়ার হোসেন লাঠিয়াল | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা বাঁদী থেকে বেগম | |||
সর্বাধিক পুরস্কার | লাঠিয়াল (৬) | |||
|
১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক ১৯৭৫ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদান করা হয়। প্রতি বছর, সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে[১] এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম অনুষ্ঠান ছিল এবং ৪ এপ্রিল, ১৯৭৬ সালে প্রদান করা হয়।[২]
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথমবারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে লাঠিয়াল। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে।[২] চলচ্চিত্রে সার্বিক অবদানের জন্য পরিচালক জহির রায়হানকে মরণোত্তর একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।[১]
এই বছর মোট ১২টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।[৩]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | নারায়ণ ঘোষ মিতা (প্রযোজক) | লাঠিয়াল[৪] |
শ্রেষ্ঠ পরিচালক | নারায়ণ ঘোষ মিতা | লাঠিয়াল |
শ্রেষ্ঠ অভিনেতা | আনোয়ার হোসেন | লাঠিয়াল[৫] |
শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা | বাঁদী থেকে বেগম |
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | ফারুক | লাঠিয়াল |
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | রোজী আফসারী | লাঠিয়াল |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির (যুগ্মভাবে) | চরিত্রহীন |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | আব্দুল আলীম | সুজন সখী |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | সাবিনা ইয়াসমিন | সুজন সখী |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | খান আতাউর রহমান | সুজন সখী |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদা কালো) | বেবী ইসলাম | চরিত্রহীন |
শ্রেষ্ঠ সম্পাদক | বশির হোসেন | লাঠিয়াল[২] |