১১তম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৫-১৬ সেপ্টেম্বর ২০২৩ | |||
স্থান | দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাই, সংযুক্ত আরব আমিরাত | |||
উপস্থাপক | অকুল বালাজি | |||
সংগঠক | ভিব্রি মিডিয়া গ্রুপ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | তেলুগু – সীতা রামম তামিল – পোন্নিয়িন সেল্বন: ১ কন্নড় – ৭৭৭ চার্লি মালয়ালম – না থান কেস কডু | |||
সর্বাধিক পুরস্কার | তেলুগু – আরআরআর (৫) কন্নড় – কান্তারা (৪) | |||
সর্বাধিক মনোনয়ন | তেলুগু – আরআরআর (১১) তামিল – পোন্নিয়িন সেল্বন: ১ (১০) কন্নড় – কান্তারা ও কেজিএফ: চ্যাপ্টার টু (১১) মালয়ালম – ভীষ্ম পর্বম (৮) | |||
|
১১তম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের সেরা চলচ্চিত্র ও অভিনয় পারদর্শিতা এবং সঙ্গীতকে স্বীকৃতি প্রদান এবং সম্মানিত করার জন্য আয়োজিত একটি পুরস্কার অনুষ্ঠান। অনুষ্ঠানটি (১১তম সাইমা) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০১৩ সালের ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।[১]
অনুষ্ঠানের প্রথম দিন (১৫ সেপ্টেম্বর ২০২২) তেলুগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের সেরা চলচ্চিত্র এবং অভিনয় পারদর্শিতার পুরস্কার প্রদান করা হয় এবং দ্বিতীয় দিনে (১৬ সেপ্টেম্বর ২০২২), তামিল এবং মালায়ালাম চলচ্চিত্র শিল্পের সেরা চলচ্চিত্র এবং অভিনয় পারদর্শিতার পুরস্কার প্রদান করা হয়।[২][৩]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | |
---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র - তেলুগু | শ্রেষ্ঠ চলচ্চিত্র - তামিল |
|
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র - কন্নড় | শ্রেষ্ঠ চলচ্চিত্র - মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ পরিচালক | |
শ্রেষ্ঠ পরিচালক - তেলুগু | শ্রেষ্ঠ পরিচালক - তামিল |
|
|
শ্রেষ্ঠ পরিচালক - কন্নড় | শ্রেষ্ঠ পরিচালক - মালয়ালম |
| |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ অভিনেতা | |
---|---|
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ অভিনেত্রী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | |
তেলুগু | তেলুগু |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা | |
---|---|
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ নবাগত পরিচালক | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ নবাগত প্রযোজক | |
তেলুগু | তামিল |
কন্নড় | মালয়ালম |
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | |
---|---|
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ গীতিকার | |
তেলুগু | তামিল |
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
|
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী | |
তেলুগু | তামিল |
|
|
কন্নড় | মালয়ালম |
|
তেলুগু চলচ্চিত্র
তামিল চলচ্চিত্র
কন্নড় চলচ্চিত্র
মালয়ালম চলচ্চিত্র
শ্রেষ্ঠ অভিনেতা - কুঞ্চাকো বোবান - না থান কেস কোডু
শ্রেষ্ঠ অভিনেত্রী - দর্শনা রাজেন্দ্রন - জয়া জয়া জয়া হে
মনোনয়ন | ফিল্ম |
---|---|
১১ | আরআরআর |
কান্তারা | |
কেজিএফ: চ্যাপ্টার টু | |
১০ | সীতা রামম |
পোন্নিয়িন সেল্বন: ১ | |
৯ | বিক্রম |
৮ | ডিজে টিল্লু |
ভীষ্ম পার্বম | |
৭ | বিক্রান্ত রোনা |
থল্লুমালা | |
৬ | মেজর |
৭৭৭ চার্লি | |
৫ | কার্তিকেয় ২ |
ভিমলা নায়ক | |
ধামাকা | |
৪ | সরকারু ভারি পাতা |
প্রেম মকটেল 2 | |
৩ | বিম্বিসার |
অশোক বনামলো অর্জুন কল্যাণম্ | |
২ | যশোদা |
এইচআইটি: দ্বিতীয় মামলা | |
ওকে ওকা জীবিতম | |
বিরাট পার্বম | |
মাসুদা |
পুরস্কার | ফিল্ম |
---|---|
৮ | কান্তারা |
৫ | আরআরআর |
৩ | সীতা রামম |
কেজিএফ: চ্যাপ্টার টু | |
২ | ধামাকা |
কার্তিকেয় ২ | |
মেজর | |
৭৭৭ চার্লি | |
ডলু | |
বিক্রান্ত রোনা | |
রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট |
পুরস্কার | উপস্থাপক |
---|---|
অভিনয়কারী | কাজ |
---|---|
শ্রীলীলা | নাচ |
প্রণিতা সুভাষ | |
শিবানী রাজশেখর | |
মৃণাল ঠাকুর | |
মীনাক্ষী চৌধুরী | |
অতুল্য রবি | |
জিভি প্রকাশ কুমার | গান |