১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৮৭ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
তারিখ | ২৪ ফেব্রুয়ারি ১৯৮৯ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | রাজলক্ষী শ্রীকান্ত | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর এবং এটিএম শামসুজ্জামান (যৌথভাবে) অপেক্ষা ও দায়ী কে? | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা অপেক্ষা | |||
সর্বাধিক পুরস্কার | রাজলক্ষী শ্রীকান্ত, ও অপেক্ষা (৪) | |||
|
১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১২তম আয়োজন; যা ১৯৮৭ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে বেগম রওশন এরশাদ পুরস্কার বিতরণ করেন। এই বছর ১৯টি শাখার মধ্যে ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[১] শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ অপর ২টি শাখায় কোন পুরস্কার দেয়া হয়নি। ২টি শাখায় যৌথভাবে পুরস্কার দেয়া হয়।[২]
শাবানার এটি পঞ্চমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়। আলমগীর এই বছর দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবং আনোয়ার হোসেন ও আবুল খায়েরও দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে এই পুরস্কার লাভ করেন। এ. জে. মিন্টু ও দিতি প্রথমবারের মত যথাক্রমে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে এই পুরস্কার লাভ করেন।
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ পরিচালক | এ জে মিন্টু | লালু মাস্তান |
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর এটিএম শামসুজ্জামান |
অপেক্ষা দায়ী কে? |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা | অপেক্ষা |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | আনোয়ার হোসেন আবুল খায়ের |
দায়ী কে? রাজলক্ষ্মী শ্রীকান্ত |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | পারভীন সুলতানা দিতি | স্বামী স্ত্রী |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | মাস্টার রাসেল সুবর্ণা শিরিন |
রাজলক্ষ্মী শ্রীকান্ত |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলম খান | সারেন্ডার |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী | এন্ড্রু কিশোর | সারেন্ডার ("সবাইতো ভালোবাসা চায়")[৩] |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | সাবিনা ইয়াসমিন | রাজলক্ষ্মী শ্রীকান্ত ("শত জনমের স্বপ্ন")[৪] |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | কাজী হায়াৎ | দায়ী কে? |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | দিলীপ বিশ্বাস | অপেক্ষা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদা কালো) | মাহফুজুর রহমান খান | সহযাত্রী |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) | আবুল খায়ের | সেতু বন্ধন |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | শরীফউদ্দিন ভুইয়া | হারানো সুর |
শ্রেষ্ঠ সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু | অপেক্ষা |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মফিজুল হক | সন্ধি |