১৭তম সার্ক শীর্ষ সম্মেলন ১০ নভেম্বর ২০১১ সালে মালদ্বীপের দক্ষিণ প্রদেশে আদু শহরের হিথাদ্ধতে অনুষ্ঠিত হয়েছিল।[১] এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য ছিল "সেতু নির্মাণ"।[২] সম্মেলনের সভাপতি ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহামেদ নাশিদ। এই শীর্ষ সম্মেলনটি মালদ্বীপের আদু শহরের হিথাদ্ধতে অবস্থিত নিরক্ষীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে ছিল।[৩][৪]