১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম বারের জন্য অলিম্পিকের ইতিহাসে ফিল্ড হকি প্রতিযোগিতায় মহিলারা অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশ এই অলিম্পিক বয়কট করার ফলে শক্তিশালী দলগুলি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এর ফলে সোভিয়েত ইউনিয়ন, তানজানিয়া, কিউবা, জিম্বাবুয়ে প্রভৃতি দেশগুলি সুযোগ পায়।
স্থান | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত (IND) | ১ | 0 | 0 | ১ |
জিম্বাবুয়ে (ZIM) | ১ | 0 | 0 | ১ | |
২ | চেকোস্লোভাকিয়া (TCH) | 0 | ১ | 0 | ১ |
স্পেন (ESP) | 0 | ১ | 0 | ১ | |
৩ | সোভিয়েত ইউনিয়ন (URS) | 0 | 0 | ২ | ২ |
১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মাত্র ছয়টি দল অংশগ্রহণ করে। ভারতীয় হকি দল স্পেনকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করে।[১]
স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | স্পেন (ESP) | ৫ | ৪ | ১ | ০ | ৩৩ | ৩ | ৯ | X | ২:২ | ২:১ | ৬:০ | ১১:০ | ১২:০ | |
২. | ভারত (IND) | ৫ | ৩ | ২ | ০ | ৩৯ | ৬ | ৮ | ২:২ | X | ৪:২ | ২:২ | ১৩:০ | ১৮:০ | |
৩. | সোভিয়েত ইউনিয়ন (URS) | ৫ | ৩ | ০ | ২ | ৩০ | ১১ | ৬ | ১:২ | ২:৪ | X | ৫:১ | ১১:২ | ১১:২ | |
৪. | পোল্যান্ড (POL) | ৫ | ২ | ১ | ২ | ১৯ | ১৫ | ৫ | ০:৬ | ২:২ | ১:৫ | X | ৭:১ | ৯:১ | |
৫. | কিউবা (CUB) | ৫ | ১ | ০ | ৪ | ৭ | ৪২ | ২ | ০:১১ | ০:১৩ | ২:১১ | ১:৭ | X | ৪:০ | |
৬. | তানজানিয়া (TAN) | ৫ | ০ | ০ | ৫ | ৩ | ৫৪ | ০ | ০:১২ | ০:১৮ | ২:১১ | ১:৯ | ০:৪ | X |
|
|
|
মাত্র ছয়টি দল অংশগ্রহণ করায় পয়েন্টের ভিত্তিতে পদক ভাগ করা হয়। আন্তর্জাতিক হকি সংস্থা দারা অনুমোদিত না হয়েও জিম্বাবুয়ে মহিলা জাতীয় ফিল্ড হকি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও স্বর্ণ পদক লাভ করে। অলিম্পিকের পরে তাঁরা আন্তর্জাতিক হকি সংস্থার অনুমোদন লাভ করে। [২]
স্থান | দল | খেলা | জয় | অমীমাংসিত | হার | গোল দেয় | গোল খায় | পয়েন্ট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | জিম্বাবুয়ে (ZIM) | ৫ | ৩ | ২ | ০ | ১৩ | ৪ | ৮ | X | ২:২ | ২:০ | ১:১ | ৪:১ | ৪:০ | |
২. | চেকোস্লোভাকিয়া (TCH) | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৫ | ৭ | ২:২ | X | ০:২ | ২:১ | ৫:০ | ১:০ | |
৩. | সোভিয়েত ইউনিয়ন (URS) | ৫ | ৩ | ০ | ২ | ১১ | ৫ | ৬ | ০:২ | ২:০ | X | ৩:১ | ০:২ | ৬:০ | |
৪. | ভারত (IND) | ৫ | ২ | ১ | ২ | ৯ | ৬ | ৫ | ১:১ | ১:২ | ১:৩ | X | ২:০ | ৪:০ | |
৫. | অস্ট্রিয়া (AUT) | ৫ | ২ | ০ | ৩ | ৬ | ১১ | ৪ | ১:৪ | ০:৫ | ২:০ | ০:২ | X | ৩:০ | |
৬. | পোল্যান্ড (POL) | ৫ | ০ | ০ | ৫ | ০ | ১৮ | ০ | ০:৪ | ০:১ | ০:৬ | ০:৪ | ০:৩ | X |