১৯৮৪ দক্ষিণ এশীয় গেমস

১ম দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহরকাঠমুন্ডু, নেপাল
অংশগ্রহণকারী জাতিসমূহ
বিষয়সমূহ৫টি
উদ্বোধনী অনুষ্ঠানসেপ্টেম্বর ১৭
সমাপ্তি অনুষ্ঠানসেপ্টেম্বর ২৩
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেননেপালের বীরেন্দ্র
প্রধান মিলনস্থনদশরথ রঙ্গশালা স্টেডিয়াম
১৯৮৫  >

১৯৮৪ দক্ষিণ এশীয় গেমস বা ১ম দক্ষিণ এশীয় গেমস সেপ্টেম্বর, ১৯৮৪ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়।[] এটি দক্ষিণ এশীয় গেমসের প্রথম আসর ছিল।

ক্রীড়া

[সম্পাদনা]

১ম দক্ষিণ এশীয় গেমসের জন্য আনুষ্ঠানিকভাবে ৫টি ক্রীড়া ইভেন্ট ছিল।

পদক তালিকা

[সম্পাদনা]

  *   স্বাগতিক জাতি (নেপাল)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 ভারত৪৪২৮১৬৮৮
 শ্রীলঙ্কা১১১৯৩৭
 পাকিস্তান১০
   নেপাল*১২২৪
 বাংলাদেশ১৩২৩
 ভুটান
 মালদ্বীপ
মোট (৭টি জাতি)৬২৬২৬১১৮৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South Asian (Federation) Games"। Athletics Weekly। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৩