১৯৮৮ গিলগিত গণহত্যা | |
---|---|
স্থান | গিলগিত |
স্থানাংক | ৩৫°৪৮′০৯″ উত্তর ৭৪°৫৯′০০″ পূর্ব / ৩৫.৮০২৬° উত্তর ৭৪.৯৮৩২° পূর্ব |
তারিখ | ১৬–১৮ মে ১৯৮৮ সকাল (ইউটিসি+০৫:০০) |
লক্ষ্য | শিয়া সম্প্রদায় |
হামলার ধরন | হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ |
নিহত | ৪০০–৭০০ |
আহত | কয়েক শত |
হামলাকারী | চিলাস এবং খাইবার পাখতুনখোয়ার উপজাতিসমূহ |
১৯৮৮ গিলগিত গণহত্যা দ্বারা ১৯৮৮ সালে পাকিস্তানের বর্তমান গিলগিত-বালতিস্তান প্রদেশে সংঘটিত একটি গণহত্যার ঘটনাকে নির্দেশ করা হয়।
১৯৮৮ সালে পাকিস্তানের গিলগিতের শিয়া মুসলিমরা বিদ্রোহ করলে পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হকের সরকার তা নিষ্ঠুরভাবে দমন করে[১]। বিদ্রোহটি দমন করার জন্য পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান ও খাইবার পাখতুনখোয়া থেকে সশস্ত্র সুন্নি উপজাতীয়দের গিলগিত ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে নিয়ে যায়[২][৩][৪]।