৬ষ্ঠ প্যারালিম্পিক শীতকালীন গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | লিলেহামার, নরওয়ে | ||
নীতিবাক্য | No Limits (Norwegian: Ingen Grenser) | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৩১ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৪৭১ | ||
বিষয়সমূহ | ৫ টি ক্রীড়ার ১৩৩ টি বিষয় | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১০ মার্চ | ||
সমাপ্তি অনুষ্ঠান | ১৯ মার্চ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | রাণী সোনজা | ||
ক্রীড়াবিদের শপথ | Cato Zahl Pedersen | ||
পারালিম্পিক টর্চ | Helge Bjørnstad | ||
পারালিম্পিক স্টেডিয়াম | Håkons Hall | ||
শীতকালীন: | |||
|
১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিক (অফিসিয়ালিভাবে ষষ্ঠ শীতকালীন প্যারালিম্পিক নামে পরিচিত) হল আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ৬ষ্ঠ আয়োজন ১০ - ১৯ মার্চ ১৯৯৪ সালে নরওয়ের লিলেহামারে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তি অনুযায়ী এটাই ছিল প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস, যা শীতকালীন অলিম্পিক গেমসের সাথে একই শহরে অনুষ্ঠিত হয়।
১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিক ছিল আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস। এর পূর্বের শীতকালীন গেমসসমূহ আইপিসি এর আয়োজন ছিল না।
১৯৯৪ শীতকালীন প্যারালিম্পিকে ৪ টি ক্রীড়ার ৫ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত। আইস স্লেজ হকি শীতকালীন প্যারালিম্পিক গেমসে প্রথমবারের মত অন্তর্ভুক্ত করা হয়।[১]
স্বর্ণ পদক অর্জনকারী শীর্ষ ১০ টি জাতীয় প্যারালিম্পিক কমিটি হল :
* স্বাগতিক দেশ (নরওয়ে)
1 | নরওয়ে | 29 | 22 | 13 | 64 |
2 | জার্মানি | 25 | 21 | 18 | 64 |
3 | মার্কিন যুক্তরাষ্ট্র | 24 | 12 | 7 | 43 |
4 | ফ্রান্স | 14 | 6 | 11 | 31 |
5 | রাশিয়া | 10 | 12 | 8 | 30 |
6 | অস্ট্রিয়া | 7 | 16 | 12 | 35 |
7 | ফিনল্যান্ড | 6 | 7 | 12 | 25 |
8 | সুইডেন | 3 | 3 | 2 | 8 |
9 | অস্ট্রেলিয়া | 3 | 2 | 4 | 9 |
10 | নিউজিল্যান্ড | 3 | 0 | 3 | 6 |