মৌসুম | ১৯৯৫–৯৬ |
---|---|
তারিখ | ১১ আগস্ট ১৯৯৫ – ১৮ মে ১৯৯৬ |
চ্যাম্পিয়ন | বরুসিয়া ডর্টমুন্ড ২য় বুন্দেসলিগা শিরোপা ৫ম জার্মান শিরোপা |
অবনমন | কাইজারস্লাউটার্ন আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট উরডিঙ্গেন |
চ্যাম্পিয়নস লীগ | বরুসিয়া ডর্টমুন্ড |
কাপ উইনার্স কাপ | কাইজারস্লাউটার্ন |
উয়েফা কাপ | বায়ার্ন মিউনিখ শালকে বরুসিয়া মনশেনগ্লাডবাখ হামবুর্গার |
ইন্টারটোটো কাপ | কার্লস্রুহার ১৮৬০ মিউনিখ ভেয়ার্ডার ব্রেমেন স্টুটগার্ট |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ৮১৫ (ম্যাচ প্রতি ২.৬৬টি) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সবচেয়ে বড় স্বাগতিক জয় | ডর্টমুন্ড ৬–০ ফ্রাঙ্কফুর্ট (২৩ মার্চ ১৯৯৬) |
সবচেয়ে বড় অতিথি জয় | উরডিঙ্গেন ১–৬ বায়ার্ন (২৫ ফেব্রুয়ারি ১৯৯৬) স্টুটগার্ট ০–৫ ডর্টমুন্ড (১৬ মার্চ ১৯৯৬) |
সর্বোচ্চ স্কোরিং | ডর্টমুন্ড ৬–৩ স্টুটগার্ট (১৬ সেপ্টেম্বর ১৯৯৫) |
← ১৯৯৪–৯৫ ১৯৯৬–৯৭ → |
১৯৯৫–৯৬ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩৩তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯৫ সালের ১১ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯৬ সালের ১৮ই মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] ফর্টুনা ডুসেলডর্ফের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় রিশার্দ সিরন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]
বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯৪–৯৫ মৌসুমে ৪৯ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
এই মৌসুমে ৬৮ পয়েন্ট অর্জন করে বরুসিয়া ডর্টমুন্ড ২য় বারের মতো বুন্দেসলিগা এবং ৫ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। স্টুটগার্টের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় ফ্রেডি বোবিচ ১৭ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।
প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।
১৯৯৪–৯৫ মৌসুম শেষে বোখুম এবং ডুসবুর্গ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। এছাড়াও, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিনামো ড্রেসডেনের পেশাদার অনুমতিপত্র প্রত্যাখ্যান করেছিল এবং এর ফলে তারা রেগিওনাললিগায় অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হান্সা রস্টক, জাংকট পাওলি এবং ফর্টুনা ডুসেলডর্ফ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। প্রধান পৃষ্ঠপোষক বায়ারের পশ্চাদপসরণের কারণে উরডিঙ্গেনের নাম পরিবর্তন করে "কেএফসি উরডিঙ্গেন ০৫" রাখা হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বরুসিয়া ডর্টমুন্ড (C) | ৩৪ | ১৯ | ১১ | ৪ | ৭৬ | ৩৮ | +৩৮ | ৬৮ | চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ | ||
২ | বায়ার্ন মিউনিখ | ৩৪ | ১৯ | ৫ | ১০ | ৬৬ | ৪৬ | +২০ | ৬২ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ | ||
৩ | শালকে | ৩৪ | ১৪ | ১৪ | ৬ | ৪৫ | ৩৬ | +৯ | ৫৬ | |||
৪ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১৫ | ৮ | ১১ | ৫২ | ৫১ | +১ | ৫৩ | |||
৫ | হামবুর্গার | ৩৪ | ১২ | ১৪ | ৮ | ৫২ | ৪৭ | +৫ | ৫০ | |||
৬ | হান্সা রস্টক | ৩৪ | ১৩ | ১০ | ১১ | ৪৭ | ৪৩ | +৪ | ৪৯ | |||
৭ | কার্লস্রুহার | ৩৪ | ১২ | ১২ | ১০ | ৫৩ | ৪৭ | +৬ | ৪৮ | ইন্টারটোটো কাপের গ্রুপ পর্বে উত্তীর্ণ[খ] | ||
৮ | ১৮৬০ মিউনিখ | ৩৪ | ১১ | ১২ | ১১ | ৫২ | ৪৬ | +৬ | ৪৫ | |||
৯ | ভেয়ার্ডার ব্রেমেন | ৩৪ | ১০ | ১৪ | ১০ | ৩৯ | ৪২ | −৩ | ৪৪ | |||
১০ | স্টুটগার্ট | ৩৪ | ১০ | ১৩ | ১১ | ৫৯ | ৬২ | −৩ | ৪৩ | |||
১১ | ফ্রাইবুর্গ | ৩৪ | ১১ | ৯ | ১৪ | ৩০ | ৪১ | −১১ | ৪২ | |||
১২ | কলন | ৩৪ | ৯ | ১৩ | ১২ | ৩৩ | ৩৫ | −২ | ৪০ | |||
১৩ | ফর্টুনা ডুসেলডর্ফ | ৩৪ | ৮ | ১৬ | ১০ | ৪০ | ৪৭ | −৭ | ৪০ | |||
১৪ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ৮ | ১৪ | ১২ | ৩৭ | ৩৮ | −১ | ৩৮ | |||
১৫ | জাংকট পাওলি | ৩৪ | ৯ | ১১ | ১৪ | ৪৩ | ৫১ | −৮ | ৩৮ | |||
১৬ | কাইজারস্লাউটার্ন (R) | ৩৪ | ৬ | ১৮ | ১০ | ৩১ | ৩৭ | −৬ | ৩৬ |
| ||
১৭ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট (R) | ৩৪ | ৭ | ১১ | ১৬ | ৪৩ | ৬৮ | −২৫ | ৩২ | ২. বুন্দেসলিগায় অবনমিত | ||
১৮ | উরডিঙ্গেন (R) | ৩৪ | ৫ | ১১ | ১৮ | ৩৩ | ৫৬ | −২৩ | ২৬ |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | ![]() |
স্টুটগার্ট | ১৭ |
২ | ![]() |
কার্লস্রুহার | ১৬ |
৩ | ![]() |
স্টুটগার্ট | |
৪ | ![]() |
বায়ার্ন মিউনিখ | |
৫ | ![]() |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ১৫ |
৬ | ![]() |
বরুসিয়া ডর্টমুন্ড | |
৭ | ![]() |
১৮৬০ মিউনিখ | ১৪ |
৮ | ![]() |
হামবুর্গার | |
৯ | ![]() |
ফ্রাইবুর্গ | ১১ |
১০ | ![]() |
উরডিঙ্গেন |