৮ম দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | ![]() | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১২টি | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২৫ সেপ্টেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ৪ অক্টোবর ১৯৯৯ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | নেপালের বীরেন্দ্র | ||
প্রধান মিলনস্থন | দশরথ রঙ্গশালা স্টেডিয়াম | ||
|
১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস বা ৮ম দক্ষিণ এশীয় গেমস যা ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত হয়। রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এই গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সার্কের সাতটি দেশ থেকে ১০৬৯ জন খেলোয়াড় বারোটি ক্রীড়ায় অংশগ্রহণ করেন। ৩২ স্বর্ণ পদক নিয়ে এই আসরে নেপাল তার দক্ষিণ এশীয় গেমস ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে।
১৯৯৯ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
৮ম দক্ষিণ এশীয় গেমসে আনুষ্ঠানিকভাবে ১২টি ক্রীড়া ছিল। এই আসরে কারাতে এবং তায়কোয়ান্দো নতুন যোগ হয়।
* স্বাগতিক জাতি (নেপাল)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ১০২ | ৫৮ | ৩৭ | ১৯৭ |
২ | ![]() | ৩২ | ১০ | ২৪ | ৬৬ |
৩ | ![]() | ১৬ | ৪২ | ৬২ | ১২০ |
৪ | ![]() | ১০ | ৩৬ | ৩০ | ৭৬ |
৫ | ![]() | ২ | ১০ | ৩৫ | ৪৭ |
৬ | ![]() | ১ | ৬ | ৭ | ১৪ |
৭ | ![]() | ০ | ০ | ৪ | ৪ |
মোট (৭টি জাতি) | ১৬৩ | ১৬২ | ১৯৯ | ৫২৪ |