২ডি এন্টারটেইনমেন্ট হল ভারতের চেন্নাইতে অবস্থিত একটি চলচ্চিত্র প্রযোজনা এবং বিতরণ সংস্থা। এটি প্রতিষ্ঠা করেন অভিনেতা সূর্য।[১] তিনি তার ছেলেমেয়ে দিয়া এবং দেবের নামের শুরুর প্রথম অক্ষর নিয়ে কোম্পানিটির নামকরণ করেন।[২] [৩] ২০১৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।[৪]
- ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- (২০১৬) সালের ২৪ চলচ্চিত্রের জন্য ডিওপি তিরু সেরা চিত্রগ্রহণ বিভাগে ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৫] [৬]
- ২০১৬ সালের ২৪ চলচ্চিত্রের জন্য সুব্রত চক্রবর্তী, শ্রেয়াস খেদেকর এবং অমিত রায় সেরা নির্মাণ নকশায় ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[৭] [৮]
- ১০ তম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার
- ২০২০ সালের সোরাই পতরু চলচ্চিত্রটি সেরা তামিল চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[৯]
নয়ডা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২
[সম্পাদনা]
জয় ভীম সিনেমার জন্য
- সেরা চলচ্চিত্র : সূর্য, জ্যোথিকা এবং রাজসেকর পান্ডিয়ান [১০] [১১]
- সেরা অভিনেতা : সূর্য
- সেরা অভিনেত্রী : লিজিমল
- ৩৬ বয়ধিনিলে (২০১৫)
- পসঙ্গ ২ (২০১৫)
- ২৪ (২০১৬)
- মগলির মাত্তুম (২০১৭)
- কড়াইকুত্তি সিংহাম (২০১৮)
- উড়িয়াদি ২ (২০১৯)
- জ্যাকপট (২০১৯)
- পন্মগল বাধল (২০২০)
- সুরারাই পতরু (২০২০)
- রামে অন্দলুম রাবনে অন্দলুম (২০২১)
- উড়ানপিরাপে (২০২১)
- জয় ভিম (২০২১)
- ওহ মায় ডগ (২০২১)
- বিরুমান (২০২২)
- সিংগাম ২ (২০১২)
- কাদুগু (২০১৭)
- সিল্লু কারুপট্টি (২০১৯)
- কাদুগু (২০১৭)
- মাগালির মাত্তুম (২০১৭)