২য় ইয়াহিয়া আব্দুল-মতিন | |
---|---|
জন্ম | |
শিক্ষা | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে; ব্যাচেলর অব আর্কিটেকচার ইয়েল বিশ্ববিদ্যালয়; মাস্টার অব ফাইন আর্টস |
পেশা | অভিনয় |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
২য় ইয়াহিয়া আবদুল-মাতিন (/ˈjɑːhiə/;[১] জন্ম ১৫ জুলাই, ১৯৮৬) একজন আমেরিকান অভিনেতা। তিনি "অ্যাকুয়াম্যান" (২০১৮) এবং "অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম" (২০২৩) চলচ্চিত্রে ব্ল্যাক ম্যান্টা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের ঐতিহাসিক আইন-নাটক "দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭" (২০২০) এ ববি সিল এবং "দ্য ম্যাট্রিক্স রিজারেকশনস" (২০২১) চলচ্চিত্রে মরফিয়াস / এজেন্ট স্মিথ চরিত্রে অভিনয় করেছেন। এইচবিওর সীমিত সিরিজ "ওয়াচমেন" (২০১৯) এ ক্যাল আবার / ডক্টর ম্যানহাটান চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি "দ্য হ্যান্ডমেইডস টেল" (২০১৮) এবং "ব্ল্যাক মিরর" (২০১৯)-এর বিভিন্ন পর্বেও অভিনয় করেছেন।[২] আবদুল-মাতিন ব্রডওয়ে মঞ্চে সুজান-লরি পার্কসের নাটক "টপডগ/আন্ডারডগ"-এ আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি টনি অ্যাওয়ার্ডে সেরা প্রধান অভিনেতা হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগদান করতে চলেছেন এবং ডিজনি+ সিরিজ "ওয়ান্ডার ম্যান"-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন।[৩][৪]
ইয়াহিয়া আবদুল-মাতিন II নিউ অরলিন্স, লুইজিয়ানাতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইয়াহিয়া আবদুল-মাতিন I (১৯৪৫–২০০৭)[৫][৬] ছিলেন মুসলিম, এবং তাঁর মাতা মেরি[৭][৮] খ্রিস্টান ছিলেন। তিনি ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট।[৯] শৈশবে তিনি নিউ অরলিন্সের ম্যাগনোলিয়া প্রজেক্ট এলাকায় বেড়ে ওঠেন এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে চলে যান, যেখানে তিনি ম্যাকক্লাইমন্ডস হাই স্কুলে পড়াশোনা করেন।[১০] স্কুলে থাকাকালীন তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন এবং শখ হিসেবে দাবা খেলতেন। তিনি প্রম কিংও নির্বাচিত হয়েছিলেন।[১১] ওকল্যান্ড থেকে সরে যাওয়ার পর তাঁর পরিবার স্টকটন, ক্যালিফোর্নিয়ায় চলে যায়।[১২]
ইয়াহিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলেতে অধ্যয়ন করেন, যেখানে তিনি আলফা ফি আলফা ব্রাদারহুডে যোগ দেন এবং ক্যালিফোর্নিয়া গোল্ডেন বেয়ার্স দলের পক্ষে হার্ডলিং প্রতিযোগিতায় অংশ নেন।[১৩] এক সহপাঠীর পরামর্শে তিনি থিয়েটারের ক্লাসে অংশ নেন, যা তাঁকে তাঁর তোতলামি সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি সান ফ্রান্সিসকোতে একজন নগর পরিকল্পনাকারী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু চাকরি হারানোর পর তিনি নাট্য বিদ্যালয়ে ভর্তি হন এবং ইয়েল স্কুল অব ড্রামা থেকে মাস্টার অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন।[১০]