২০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৯৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ১৯৯৫ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | অন্য জীবন | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | মুক্তির গান | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রাইসুল ইসলাম আসাদ অন্য জীবন | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | চম্পা অন্য জীবন | |||
সর্বাধিক পুরস্কার | অন্য জীবন (৮) | |||
|
২০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২০তম আয়োজন; যা ১৯৯৫ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১]
এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[২]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অন্য জীবন | |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | তারেক মাসুদ ক্যাথরিন মাসুদ (পরিচালক) |
মুক্তির গান |
শ্রেষ্ঠ পরিচালক | শেখ নিয়ামত আলী | অন্য জীবন |
শ্রেষ্ঠ অভিনেতা | রাইসুল ইসলাম আসাদ | অন্য জীবন |
শ্রেষ্ঠ অভিনেত্রী | চম্পা | অন্য জীবন |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | আবুল খায়ের | অন্য জীবন |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | সান্ত্বনা ইসলাম | অন্য জীবন |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | তন্ময় | অন্য জীবন |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | সাইদুর রহমান বয়াতি | নদীর নাম মধূমতি |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | কনকচাঁপা | লাভ স্টোরি |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | উত্তম গুহ | অন্য জীবন |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আনোয়ার হোসেন | অন্য জীবন |
শ্রেষ্ঠ কাহিনীকার | তানভীর মোকাম্মেল | নদীর নাম মধূমতি |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | শেখ নিয়ামত আলী | অন্য জীবন |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | তানভীর মোকাম্মেল | নদীর নাম মধূমতি |
শ্রেষ্ঠ সম্পাদক | আতিকুর রহমান মল্লিক | অন্য জীবন |