২০০১: আ স্পেস অডিসি | |
---|---|
2001: A Space Odyssey | |
পরিচালক | স্ট্যানলি কুবরিক |
প্রযোজক | স্ট্যানলি কুবরিক |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | জেওফ্রি আন্সওর্থ |
সম্পাদক | রে লাভজয় |
পরিবেশক | মেট্রো-গোল্ডউইন-মেয়ার |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬১ মিনিট (উদ্বোধনী) ১৪২ মিনিট (প্রেক্ষাগৃহ) |
দেশ | যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র[১] |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১০.৫-১২ মিলিয়ন[২][৩] |
আয় | $১৩৮-১৯০ মিলিয়ন[৪] |
২০০১: আ স্পেস অডিসি স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৬৮ সালের মার্কিন বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। ছবিটি চিত্রনাট্য লিখেছেন স্ট্যানলি কুবরিক ও আর্থার সি. ক্লার্ক, যা ক্লার্কের ছোটগল্প দ্য সেন্টিনেল থেকে অনুপ্রাণিত। ক্লার্ক একই সময়ে ২০০১: আ স্পেস অডিসি উপন্যাস রচনা করেন এবং ছবিটি মুক্তির পর তা প্রকাশ করেন।[৫]
চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করে মার্কিন সংস্থা মেট্রো-গোল্ডউইন-মেয়ার। তবে ছবিটির বেশির ভাগ অংশ এমজিএম-ব্রিটিশ স্টুডিওজ ও শেপার্টন স্টুডিওজে ধারণ ও সম্পাদনা করা হয়।[৬]
চলচ্চিত্রটিকে সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের একটি বলে গণ্য করা হয় এবং ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লিবার্টি অফ কনগ্রেস চলচ্চিত্রটিকে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকভাবে উল্লেখযোগ্য বিবেচনা করে ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[৭] সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের ২০০২ এবং ২০১২ সালের জরিপে সমালোচকদের ভোটে ছবিটি ৬ষ্ঠ এবং পরিচালকদের ভোটে ২য় স্থান অধিকার করে।[৮][৯]