কমনওয়েলথ গেমসে বাংলাদেশ |
||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
২০০২ কমনওয়েলথ গেমস ম্যানচেস্টার, ইংল্যান্ড |
||||||||||||
পতাকা বাহক | উদ্বোধনী: সমাপনী: |
|||||||||||
পদক স্থান: ২৫ |
স্বর্ণ ১ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ০ |
মোট ১ |
||||||||
কমনওয়েলথ গেমস ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
কমনওয়েলথ গেমস | ||||||||||||
২০০২ কমনওয়েলথ গেমসে বাংলাদেশ ৫ম বারের মত অংশগ্রহণ করে।[১] এই জন্য অ্যাথলেটিকস এবং সাঁতারে পুরুষ ক্রীড়াবিদদের এবং শ্যুটিংয়ে মিশ্র দল পাঠায়। এই গেমসে বাংলাদেশ একটি স্বর্ণ পদক লাভ করে। এর আগে সর্বশেষ ১৯৯০ সালে অকল্যান্ডে, শ্যুটিংয়ে একটি স্বর্ণ ও রোপ্য পদক লাভ করেছিল বাংলাদেশ।[২]
স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট | |
---|---|---|---|---|
বাংলাদেশ | ১ | ০ | ০ | ১ |