২০০৫ সাফ গোল্ড কাপ

২০০৫ সাফ গোল্ড কাপ
বিবরণ
স্বাগতিক দেশপাকিস্তান
তারিখ৭ ডিসেম্বর – ১৭ ডিসেম্বর ২০০৫
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৪র্থ শিরোপা)
রানার-আপ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৩৯ (ম্যাচ প্রতি ২.৬টি)
শীর্ষ গোলদাতামালদ্বীপ ইব্রাহিম ফাজিল (৩ গোল)
মালদ্বীপ আলি আশফাক (৩ গোল)
মালদ্বীপ আহমেদ তারিক (৩ গোল)


২০০৫ সাফ গোল্ড কাপ বা ২০০৫ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ ছিল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপের ষষ্ঠ সংস্করণ আসর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি দুটি শহর, ইসলামাবাদ এবং করাচিতে খেলা অনুষ্ঠিত হয়েছিল, করাচির পিপলস ফুটবল স্টেডিয়ামে গ্রুপ-পর্ব এবং ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে নক-আউট পর্ব এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টটি ৭ ডিসেম্বর শুরু হয়েছিল এবং ১৭ ডিসেম্বর শেষ হয়েছিল।[]

ফাইনালে বাংলাদেশ ২–০ গোলে হারিয়ে ভারত তাদের ৪র্থ শিরোপা জয় লাভ করেছিল। উভয় পক্ষই ১৯৯৯ সালের সংস্করণে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ভারত একই ফাইনাল নিয়ে বিজয়ী হয়েছিল এবং বাইচুং ভুটিয়া সেই ফাইনালেও গোল করেছিলেন।

মালদ্বীপের আহমেদ তারিক, আলি আশফাক এবং ইব্রাহিম ফাজিল ৩টি করে গোল করে তারা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।[]

অংশগ্রহণকারী দলসমূহ

[সম্পাদনা]
দেশ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য ফিফা র‌্যাঙ্কিং
ডিসেম্বর ২০০৫
 পাকিস্তান (আয়োজক) ৬ষ্ঠ তৃতীয় স্থান ১৯৯৭ ১৬৮
 আফগানিস্তান ২য় গ্রুপ পর্ব (২০০৩) ১৯৮
 বাংলাদেশ ৫ম বিজয়ী (২০০৩) ১৭০
 ভুটান ২য় গ্রুপ পর্ব (২০০৩) ১৮৯
 ভারত ৬ষ্ঠ বিজয়ী (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯) ১৩৫
 মালদ্বীপ ৪র্থ রানার্স-আপ (১৯৯৭, ২০০৩) ১৪৭
   নেপাল ৬ষ্ঠ তৃতীয় স্থান (১৯৯৩) ১৮১
 শ্রীলঙ্কা ৬ষ্ঠ বিজয়ী (১৯৯৫) ১৪৪

দলীয় সদস্য

[সম্পাদনা]

টুর্নামেন্টটি ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম এবং করাচির পিপলস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

ইসলামাবাদ করাচি
জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম পিপলস ফুটবল স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪৮,৮২০ ধারণক্ষমতা: ৪০,০০০

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মালদ্বীপ ১১ +১০ নকআউট পর্বে উত্তীর্ণ
 পাকিস্তান (H) +২
 আফগানিস্তান ১১ −৮
 শ্রীলঙ্কা −৪
উৎস: আরএসএসএফ
(H) স্বাগতিক।
মালদ্বীপ ৯–১ আফগানিস্তান
আলি গোল ১১'
ফাজিল গোল ২৭'৪৫+২'৬০'
আশফাক গোল ৩২'৮৮'
তারিক গোল ৪৫+৩'৪৬'৮৬'
প্রতিবেদন মাকসুদ গোল ৩৯'


গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বাংলাদেশ +৫ নকআউট পর্বে উত্তীর্ণ
 ভারত +৪
   নেপাল −১
 ভুটান −৮


নকআউট পর্ব

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১৪ ডিসেম্বর – ইসলামাবাদ
 
 
 মালদ্বীপ
 
১৭ ডিসেম্বর – ইসলামাবাদ
 
 ভারত
 
 ভারত
 
১৪ ডিসেম্বর – ইসলামাবাদ
 
 বাংলাদেশ
 
 বাংলাদেশ
 
 
 পাকিস্তান
 

সেমি-ফাইনাল

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]

বিজয়ী

[সম্পাদনা]
 ২০০৫ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ড কাপ 
ভারত-এর পতাকা
ভারত
চতুর্থ শিরোপা

পরিসংখ্যান

[সম্পাদনা]

গোলদাতা

[সম্পাদনা]
৩টি গোল
২টি গোল
১টি গোল

অন্যান্য পরিসংখ্যান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Zlotkowski, Andre (৬ মার্চ ২০০৮)। "South Asian Gold Cup 2005 (Karachi, Pakistan)"RSSSF। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯ 
  2. "SAFF Gold Cup 2005"। South Asian Football Federation। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]